Advertisement
Advertisement

Breaking News

Google

প্লে-স্টোর থেকে ৩৬টি জনপ্রিয় অ্যাপ সরাল গুগল, আপনার স্মার্টফোনে নেই তো?

দেখে নিন কোন কোন অ্যাপ সরানো হয়েছে।

36 apps Google has removed from Play Store so far this year that you need to delete | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:October 24, 2020 9:02 pm
  • Updated:October 24, 2020 9:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় যত এগোচ্ছে, ততই এগিয়ে চলেছে প্রযুক্তি (Technology)। প্রযুক্তির ভাল দিকের পাশাপাশি খারাপ দিকও কিন্তু রয়েছে। বর্তমান সময়ে এই প্রযুক্তির হাত ধরেই বাড়ছে সাইবার ক্রাইমও। আর তাই সবসময়ই সতর্ক থাকা প্রয়োজন। এমনকী যে স্মার্টফোনটি ব্যবহার করেন সেটির সুরক্ষাও জরুরি।

এই পরিস্থিতিতেই অ্যান্ড্রয়েড ফোনের সুরক্ষার কথা ভেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে গুগল (Google)। প্লে-স্টোর থেকে একসঙ্গে সরে গিয়েছে ৩৬টি অ্যাপ। গুগলের দাবি, এই সব অ্যাপগুলির মাধ্যমে স্মার্টফোনে হানা দিচ্ছে ম্যালওয়্যার। তা রুখতেই এই পদক্ষেপ। জুলাই মাস থেকে অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে এই অ্যাপগুলোকে সরানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ব্যবসা বাড়াতে ‘কারচুপি’, গুগলের বিরুদ্ধে মামলা করল আমেরিকা]

কোনও অ্যাপ প্লে–স্টোরের (Play Store) পলিসি ভাঙলে বা কোনও অ্যাপে ম্যালওয়ার বিশেষ করে যদি জোকার ম্যালওয়ার থাকে, তাহলে সেটিকে গুগল সরিয়ে দেয়। এই ৩৬টি অ্যাপের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে একেবার নয়, জুলাই থেকে ধাপে ধাপে অ্যাপগুলো সরানো হয়েছে। জুলাই মাসে জোকার ম্যালওয়ার থাকা ১১টি অ্যাপ সরায় গুগল। তারপর সেপ্টেম্বর মাসের শুরুতে সরানো হয় ছ’‌টি অ্যাপ। এবং সব শেষে অক্টোবর মাসে নতুন করে সরানো হয় আরও ১৭টি অ্যাপ। এর প্রত্যেকটিতেই ম্যালওয়্যার ছিল। এর ফলে যেমন স্মার্টফোনের ক্ষতি হচ্ছিল, তেমনই ফাঁস হতে পারত ব্যক্তিগত তথ্যও।

[আরও পড়ুন: কোয়ালকমের হাত ধরে মিলছে সাফল্য, শীঘ্রই দেশে 5G পরিষেবা আনতে চলেছে জিও!‌]

যে ৩৬টি অ্যাপকে সরানো হয়েছে গুগল প্লে–স্টোর থেকে:‌
১. প্রিন্সেস স্যালোন (‌Princess Salon)‌
২.‌ নাম্বার কালারিং (‌‌Number Coloring)‌
৩.‌ ক্যাটস অ্যান্ড কসপ্লে (‌Cats & Cosplay)‌
৪.‌ অল গুড পিডিএফ স্ক্যানার (‌All Good PDF Scanner)‌
৫.‌ মিন্ট লিফ মেসেজ (‌Mint Leaf Message-Your Private Message)‌
৬.‌ ইউনিক কিবোর্ড (‌Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons)‌
৭.‌ ট্যানগ্রাম অ্যাপ লক (‌Tangram App Lock)‌
৮.ডাইরেক্ট মেসেজ (‌Direct Messenger)‌
৯.প্রাইভেট এসএমএস (‌Private SMS)‌
১০. ওয়ান সেন্টেন্স ট্রানসলেটর (‌One Sentence Translator – Multifunctional Translator)‌
১১. স্টাইল ফটো কোলাজ (‌Style Photo Collage)‌
১২. মেটিকুলোস স্ক্যানার (‌Meticulous Scanner)‌
১৩. ডিজায়ার ট্রান্সলেট (‌Desire Translate)‌
১৪. ট্যালেন্ট ফটো এডিটর (‌Talent Photo Editor – Blur focus)‌
১৫. কেয়ার মেসেজ (‌Care Message)‌
১৬. পার্ট মেসেজ (‌Part Message)‌
১৭. পেপার ডক স্ক্যানার (‌Paper Doc Scanner)‌
১৮. ব্লু স্ক্যানার (‌Blue Scanner)‌

[আরও পড়ুন: লেহ চিনের অংশ! ‘মহাভুলে’র পর টুইটারকে কড়া ভাষায় সতর্ক করল কেন্দ্র]

১৯. হামিংবার্ড পিডিএফ কনভার্টার (‌Hummingbird PDF Converter – Photo to PDF)‌
২০. অল গুড পিডিএফ স্ক্যানার (‌All Good PDF Scanner)‌
২১. com.imagecompress.android
২২. com.relax.relaxation.androidsms
২৩. com.file.recovefiles
২৪. com.training.memorygame
২৫. পুশ মেসেজ (‌Push Message- Texting & SMS)‌
২৬. ফিঙ্গারটিপ গেমবক্স (‌Fingertip GameBox)‌
২৭. com.contact.withme.texts
২৮. com.cheery.message.sendsms (two different instances)
২৯. com.LPlocker.lockapps
৩০. সেফটি অ্যাপ লক (‌Safety AppLock)‌
৩১. ইমোজি ওয়ালপেপার (‌Emoji Wallpaper)‌
৩২. com.hmvoice.friendsms
৩৩. com.peason.lovinglovemessage
৩৪. com.remindme.alram
৩৫. কনভেনিয়েন্ট স্ক্যানার ২ (‌Convenient Scanner 2)‌
৩৬. সেপারেট ডক স্ক্যানার (‌Separate Doc Scanner)‌

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement