Advertisement
Advertisement

Breaking News

মোবাইলের চেয়েও কম মূল্যে স্মার্ট টিভি, দাম কত জানেন?

‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে বড় ঘোষণা এই সংস্থার৷

 32-inch Smart Android TV at just Rs. 4,999
Published by: Tanujit Das
  • Posted:February 1, 2019 5:11 pm
  • Updated:February 1, 2019 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর সাজাতে বড় আকারের স্মার্ট টিভি লাগানোর শখ অনেকেরই থাকে৷ কিন্তু শখ থাকলেও, তাঁদের পথ আটকায় পকেট৷ টাকার কথা ভেবে পিছিয়ে আসেন বা দোকানে গিয়েও সাধারণ টিভি কিনে বাড়িতে ফেরেন অনেকে৷ কিন্তু এবার বোধহয় তাঁদের সেই শখ, পূরণ হতে চলেছে৷ একটা স্মার্টফোনের চেয়েও কম দামে এবার একটি স্মার্ট টিভি কিনতে পারবেন কোনও গ্রাহক৷ সৌজন্যে The Samy Informatics নামের একটি সংস্থা৷

[মোবাইলে এই পাঁচটি অ্যাপ আপনাকে রাখতেই হবে]

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের আওতায় ৩২ ইঞ্চির এই নয়া স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে সংস্থাটি৷ সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে, দেশীয় সরঞ্জাম দিয়ে এই টিভি তৈরি হচ্ছে এ দেশেই৷ অন্যান্য সংস্থার টিভির মতো বাইরের দেশ অর্থাৎ চিন, উত্তর কোরিয়া বা থাইল্যাণ্ড থেকে আমদানি করতে হচ্ছে না সেই সরঞ্জাম৷ কর্তৃপক্ষের দাবি, তাঁদের টিভি অনায়াসে চ্যালেঞ্জের মুখে খেলতে পারে এলজি, স্যামসং, প্যানাসনিকের মতো স্মার্ট টিভি নির্মাণকারী সংস্থাগুলিকে৷ প্রযুক্তিতে সকলের চেয়ে উন্নত হওয়ার পাশাপাশি, দেশের মধ্যবিত্তের কথাও মাথায় রেখেছেন নির্মাতারা৷ষ তাঁরা জানিয়েছেন, সাধারণ স্মার্ট ফোনের চেয়েও কম দামে বিক্রিত হবে এই টিভি৷ যার মূল্য ধার্য হয়েছে মাত্র ৪৯৯৯ টাকা৷

[অ্যান্ড্রয়েড বা আইফোনে কীভাবে ইনস্টল করবেন অ্যালেক্সা? ]

কী কী রয়েছে এই নয়া স্মার্ট টিভিতে? এতে থাকছে ১৩৬৬X৭৮৬ পিক্সেলের ৩২ ইঞ্চি এইচডি ডিসপ্লে৷ হাই রেজিলিউশন ভিডিও কোয়ালিটি৷ ৫১২ এমবি ব়্যাম ও ৪ জিবি স্টোরেজ৷ অ্যানড্রয়েড ৪.৪ এবং আগে থেকেই ইনস্টল করা থাকছে ফেসবুক, ইউটিউবের মতো একগুচ্ছ অ্যাপ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement