প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম কাজ করে সহজেই প্রচুর আয় করুন। এই ধরনের লোভনীয় মেসেজ অনেকেই পান। কিন্তু সেই ফাঁদে পা দিলেই যে কত বড় বিপদে পড়তে হবে তা নিয়ে প্রশাসনের তরফে সতর্ক করা সত্ত্বেও যে মানুষ সতর্ক হন না তার প্রমাণ মিলল ফের। এক ২৭ বছরের ব্যবসায়ী আংশিক কাজের টোপ গিলে সর্বস্বান্ত হলেন। খোয়ালেন ৫৭ লক্ষ ৭৫ হাজার টাকা।
জানা যাচ্ছে, গত ১৬ আগস্ট ওই তরুণ টেলিগ্রামে একটি মেসেজ পান। সেখানে তাঁকে টোপ দেওয়া হয় তিন ঘণ্টা কাজ করলে ৪৬৫০ টাকা মিলবে। দুদিন পরে দেওয়া হয় নতুন টোপ। বলা হয়, ‘ম্যাঙ্গো ফ্যাশন’ নামের এক সংস্থার তরফে তাঁকে অফার দেওয়া হচ্ছে। ওই সংস্থার প্ল্যাটফর্মে রেজিস্টার করালেই ডিজিটাল ওয়ালেটে ১০ হাজার টাকা বোনাস দেওয়া হবে। কাজ করতে থাকলে সেই ব্যালান্স বাড়তে থাকবে। প্রথম প্রথম সত্যিই অ্যাকাউন্টে ব্যালান্স বাড়তে থাকে। ফলে ওই তরুণের ভরসা বাড়ে। এরপরই তাঁকে সংস্থায় বিনিয়োগের অফার দেওয়া হয়। একে একে ১১টি অ্যাকাউন্টে সব মিলিয়ে ৫৮.০৬ লক্ষ টাকা জমা করে দেন তিনি। ডিজিটাল ওয়ালেটে ৭৬ লক্ষ টাকা দেখালেও সেই টাকা তুলতে সাকুল্যে হাজার তিরিশেক টাকাই তুলতে পারেন ওই তরুণ। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয় তাঁর কাছে। বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন। এফআইআর দায়ের করে তদন্তে নেমেছেন তদন্তকারীরা।
সাম্প্রতিক অতীতে আংশিক কাজের টোপ দেখিয়ে এই ধরনের জালিয়াতি বারবার ঘটছে। এর থেকে বাঁচতে অচেনা নম্বর বা অজানা ব্যক্তির মেসেজে সাড়া না দিতে বলা হয়েছে। তবুও অনেকেই এই ফাঁদে পা দিয়ে ফেলছেন। এই ধরনের পরিস্থিতিতে পড়লে দ্রুত পুলিশের দ্বারস্থ হতে বলা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.