Advertisement
Advertisement

Breaking News

Mobile

হাতিয়ার সেই আত্মনির্ভরতা! ১০০ শতাংশ ‘Made in India’ মোবাইল আনল Motorola

১০ হাজার টাকারও কম দামে মিলবে দুর্দান্ত ফিচার।

100 percent Made in India Mobile lunched by Motorola | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 20, 2021 6:09 pm
  • Updated:February 20, 2021 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনকে টেক্কা দিলে দেশিয় প্রযুক্তিতে আস্থা রাখছে দেশবাসী। আত্মনির্ভরতার মন্ত্র শিখিয়েছেন প্রধানমন্ত্রী। চিনা ফোনের বিক্রিও ধাক্কা খেয়েছে এ দেশে। আর এই সময়টাকে কাজে লাগাতে চাইছে মোবাইল প্রস্তুতকারক একাধিক সংস্থা। তাদের নতুন ‘ইউএসপি’ ১০০ শতাংশ Made in India। এবার সেই মন্ত্রকেই হাতিয়ার করে বাজারে নতুন ফোন আনল মোটোরোলা (Motorola)। সংস্থার নয়া স্মার্টফোনের নাম Moto E7 Power।

মোবাইলটির ইউএসপি শুধু Made in India-ট্যাগলাইনই নয়। স্মার্টফোনটিতে রয়েছে একাধিক দুর্দান্ত ফিচার। যা অতি সহজে বাজারের আর পাঁচটি ফোনকে টক্কর দিতে পারে। আর দামও দশ হাজার টাকার কম। মোটো-র তরফে জানানো হয়েছে, ফোনটির গ্লোবাল লঞ্চের আগে এ দেশে লঞ্চ করা হল। তাই ফোন বদলাতে চাইলে একবার ফোনের ফিচারগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যায়।

Advertisement

[আরও পড়ুন : খবর শেয়ার বিতর্কে ফেসবুকের উপরে ক্ষিপ্ত অস্ট্রেলিয়া, মোদির সঙ্গে কথা স্কট মরিসনের]

  • ফোনটির স্টোরেজের ক্ষেত্রে দুটি ভ্যারিয়েন্ট আছে। প্রথমটি 4GB RAM + 64GB স্টোরেজ। অপরটি 2GB RAM + 32GB স্টোরেজ।
  • ফোনে একটি মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া রয়েছে। ফলে স্টোরেজ ১ টিবি অবধি বাড়িয়ে নেওয়া যাবে।
  • দুটির দামই ১০ হাজার টাকার কম। যথাক্রমে ৭,৪৯৯ টাকা এবং ৮,২৯৯ টাকা।
  • ফোনটি মিলবে দুটি রঙে। যথাক্রমে-তাহিতি ব্লু এবং কোরাল রেড।
  • ফোনটির ডিসপ্লে 6.5 ইঞ্চির Max Vision HD+। অ্যাসপেক্ট রেশিও 20:9।
  • প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে MediaTek Helio G25 octa-core চিপসেট
  • 5,000mAh ব্যাটারি থাকছে। যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
  • ডুয়াল ক্যামেরা থাকছে ফোনে। প্রাইমারি সেন্সর 13MP এবং এই ক্যামেরা PDAF সাপোর্ট করবে। ‘ম্যাক্রো ভিশন’ লেন্সও সাপোর্ট করে।
  • সেলফির জন্য থাকছে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
  • হ্যান্ডসেটটি Android 10-এর আউট অফ দ্য বক্স দ্বারা চালিত।
  • থাকছে Google Assistant-এর জন্য একটি ডেডিকেটেড বাটনও দেওয়া হয়েছে।
  • ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP52 রেটিং থাকছে।
  • থাকছে ডুয়াল SIM (ন্যানো+ন্যানো) সাপোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং Bluetooth 5.0।
  • 4G VoLTE-এ থাকছে আধুনিক প্রযুক্তির 2×2 MIMO। ফলে ইউজাররা 4G VoLTE-তে খুবই দ্রুত ভিডিও স্ট্রিমিং এবং ডাউনলোড করতে পারবেন।

তাহলে আর দেরি কেন, খুব অল্পদামে দুর্দান্ত ফিচারের ফোনটি কিনে ফেলুন। ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে শুরু হচ্ছে Moto E7 Power-এর সেল। মিলবে শুধুমাত্র Flipkart-এই।

[আরও পড়ুন : WhatsApp থেকে ছবি-ভিডিও ডাউনলোড করেন? স্মার্টফোনের ক্ষতি হচ্ছে না তো?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement