সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনকে টেক্কা দিলে দেশিয় প্রযুক্তিতে আস্থা রাখছে দেশবাসী। আত্মনির্ভরতার মন্ত্র শিখিয়েছেন প্রধানমন্ত্রী। চিনা ফোনের বিক্রিও ধাক্কা খেয়েছে এ দেশে। আর এই সময়টাকে কাজে লাগাতে চাইছে মোবাইল প্রস্তুতকারক একাধিক সংস্থা। তাদের নতুন ‘ইউএসপি’ ১০০ শতাংশ Made in India। এবার সেই মন্ত্রকেই হাতিয়ার করে বাজারে নতুন ফোন আনল মোটোরোলা (Motorola)। সংস্থার নয়া স্মার্টফোনের নাম Moto E7 Power।
মোবাইলটির ইউএসপি শুধু Made in India-ট্যাগলাইনই নয়। স্মার্টফোনটিতে রয়েছে একাধিক দুর্দান্ত ফিচার। যা অতি সহজে বাজারের আর পাঁচটি ফোনকে টক্কর দিতে পারে। আর দামও দশ হাজার টাকার কম। মোটো-র তরফে জানানো হয়েছে, ফোনটির গ্লোবাল লঞ্চের আগে এ দেশে লঞ্চ করা হল। তাই ফোন বদলাতে চাইলে একবার ফোনের ফিচারগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যায়।
তাহলে আর দেরি কেন, খুব অল্পদামে দুর্দান্ত ফিচারের ফোনটি কিনে ফেলুন। ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে শুরু হচ্ছে Moto E7 Power-এর সেল। মিলবে শুধুমাত্র Flipkart-এই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.