সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল করে সোশাল মিডিয়ায় কিউআর কোডের ছবি শেয়ার করে ফেলেছিলেন তরুণী। পরিণতি হল ভয়ংকর! রেস্তরাঁর বিল এল ৫০ লক্ষ টাকা। স্বাভাবিকভাবেই মাথায় হাত তরুণীর।
ব্যাপারটা ঠিক কী? ঘটনাটি চিনের। ২৩ নভেম্বর বন্ধুদের সঙ্গে একটি রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ওই তরুণী। বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলেই সোশাল মিডিয়ায় সড়গড়। কোথায় যাচ্ছেন, কী করছেন, কী খাচ্ছেন, তা নিয়মিত পোস্ট করেন নিজের সোশাল মিডিয়ায়। আর পাঁচজনের মতোই ওই তরুণীও নিয়মিত সোশাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করেন। ওইদিন রেস্তরাঁয় প্রচুর ছবি তোলেন তিনি। তা আপলোডও করেন। সেই সময় কোনওভাবে তাঁর কিউআর কোড আপলোড হয়ে যায়। আর এতেই ঘটে সর্বনাশ।
ওই কিউআর কোড ব্যবহার করে একের পর এক খাবারের অর্ডার আসতে থাকে। বিষয়টা টের পাওয়ামাত্রই ওই তরুণী ছবিটি ডিলিট করে দেন, তাতেও কাজ হয়নি। আসতে থাকে অর্ডার। যার বিল প্রায় ৫০ লক্ষ টাকা। পরবর্তীতে রেস্তরাঁর তরফে পদক্ষেপ করা হয়। বিষয়টি সোশাল মিডিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ একটি পোস্ট থেকে যে এত ভয়ংকর কাণ্ড ঘটতে পারে, তা ভাবতেও পারছেন না ওই তরুণী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.