Advertisement
Advertisement

Breaking News

Robot

একাকীর বন্ধু, প্রশ্ন করলে দেবে জবাবও! রোবট বানিয়ে তাক লাগালেন গুরু-শিষ্য

ব্যাপারটা ঠিক কী?

Teacher student made robot able to continue conversation
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 3, 2024 4:14 pm
  • Updated:December 3, 2024 4:14 pm  

সুমন করাতি, হুগলি: রক্ত মাংসের মানুষ নয়, তবে সম্পূর্ণ মানুষের মতোই। একাকীত্ব কাটাতে পাশে থাকবে। বাংলা, হিন্দি, ইংরেজি-সহ যে কোনও ভাষায় সাবলীলভাবে কথা বলবে। অভিনব রোবট বানিয়ে তাক লাগালেন কল্যাণীর একটি বেসরকারি কলেজের ছাত্র ও শিক্ষকরা।

হুগলির চুঁচুড়া নোনাডাঙ্গার বাসিন্দা বিশ্বরূপ নিয়োগী। পেশায় তিনি একজন অধ্যাপক। তার পাঁচ ছাত্রকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন অভিনব এই রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সের মেলবন্ধনে মানবরূপী এই অভিনব রোবট তৈরি করেছেন তারা। যে কথা বলবে অবিকল মানুষের মতো। একাকীত্ব ঘোচাতে মানুষের মতোই কথা বলতে পারবে সে। ভারতের বাজারে এই ধরনের রোবট একেবারেই নতুন বলেই দাবি করছেন নির্মাতা তথা অধ্যাপক বিশ্বরূপ নিয়োগী।

Advertisement

অধ্যাপকের কথায়, “সাম্প্রতিকালে মানুষ সিলিকন আর্ট মডেল তৈরি করে নিজের বাড়িতে রাখছেন প্রিয়জনকে মনে রাখার জন্য। আমি এবারও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। যেখানে ক্লোন টেকনোলজির মাধ্যমে মৃত মানুষকেও জীবিত করে তোলা যাবে। একই সঙ্গে স্কুল কলেজ কিংবা শপিংমলেও বাণিজ্যিক কাজের ব্যবহার করা যাবে এই রোবট।” জানা গিয়েছে, দীর্ঘ পাঁচমাসের প্রচেষ্টায় প্রায় ৬০ হাজার টাকা খরচে তৈরি হয়েছে এই রোবটটি। প্রথমদিকে ল্যাবটরিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পরে এই রোবটের মাথায় একেবারে মানুষের মতো কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। শরীরে লাগানো হয়েছে বিভিন্ন মোটর, যাতে একেবারে মানুষের মতন হাত-পা নাড়াচাড়া করতে পারে এই রোবট। 

জানা গিয়েছে, যা শেখানো হয় কয়েক সেকেন্ডের মধ্যেই সেই সমস্ত কিছু শিখে তার অনুকরণ করতে পারে এই রোবটটি। বেসরকারি সংস্থার পাঁচ ছাত্র জানান, মানুষের কাজে কীভাবে রোবটকে ব্যবহার করা যায়, সেই বিষয়ে চিন্তাভাবনা করতে করতেই এই আবিষ্কার। আগামিদিনে বাণিজ্যিকভাবে এই রোবটকে প্রস্তুত করার কাজ চালাচ্ছেন তারা জোর কদমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement