ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের মরশুমে দুরন্ত অফার নিয়ে হাজির ফুড ডেলিভারি অ্যাপ Swiggy। কোহলিরা ছক্কা হাঁকানোর মুহূর্তেই অ্যাপে চালু হচ্ছে বিশেষ অফার। সুযোগ বুঝে ঠিক ওই সময় পছন্দের খাবার অর্ডার করতে পারলেই কেল্লাফতে!
চলছে আইপিএল। তা নিয়ে মেতে গোটা দুনিয়া। চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও সকলেই নজর রাখেন স্কোরে। আর যদি হাতে থাকে সময়, তাহলে তো কথাই নেই। সকলেই পছন্দ করেন গুছিয়ে বসে ম্যাচ দেখতে। সঙ্গে যদি হাতের কাছে পছন্দের খাবার পাওয়া যায়, তাহলে মন্দ হয় না। এই কথা মাথায় রেখেই আইপিএল-এর মরশুমে আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির হল সুইগি। ব্যাপারটা ঠিক কী? খেলা শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত চলবে এই অফার। তবে হ্যাঁ, গোটা সময়টা কিন্তু মিলবে না অফার। নিশ্চয়ই ভাবছেন তাহলে বিষয়টা কী? সংস্থা সূত্রে খবর, কোনও ব্যাটসম্যান ছক্কা হাঁকানোর সঙ্গে সঙ্গে সুইগি অ্যাপে শুরু হবে বিশেষ ছাড়। নির্দিষ্ট সময় পর্যন্ত তা চলবে। ওই সময়ের মধ্যে খাবার অর্ডার করলে ছাড় মিলবে ৬৬ শতাংশ। অর্থাৎ যত বেশি ছক্কা তত বেশিবার অফার।
কীভাবে পাবেন এই ছাড়?
১. সর্বক্ষণ নজর রাখতে হবে ম্য়াচে।
২. ছক্কা মারলেই সটান খুলতে হবে সুইগি অ্যাপ।
৩. দেখতে পাবেন, ‘Swiggy Sixes’ ব্যানার। এতেই বুঝবেন ওই মুহূর্তে অফারটি চলছে। ব্যস, এবার পছন্দ মতো খাবার অর্ডার করে নিন। তবে হ্যাঁ, খাবার বাছাই করতে গিয়ে বেশি সময় লাগিয়ে ফেললে কিন্তু হাতছাড়া হতে পারে অফার। কারণ, সংস্থার তরফে জানানো হয়নি ছয় মারার পর কতক্ষণ এই ছাড় মিলবে। তাই চেষ্টা করবেন চটপট অর্ডার করার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.