Advertisement
Advertisement

Breaking News

Sunny Leone

স্তনের প্রতি পুরুষের নজরের তারিফই করলেন সানি!

পুরুষের নজর যেরকম ঘোরে নারীর স্তনে, নারীর নিজের নজরও যেন সেই মাত্রায় থাকে, আর্জি সানির৷

“Pay As Much Attention To Your Breasts As Men Do
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 21, 2016 8:26 pm
  • Updated:June 4, 2019 7:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর সাফল্যই সবার নজর তাঁর দিকে ফিরিয়ে দিয়েছে৷ এক দুনিয়া ছেড়ে এসে অন্য পৃথিবীতে সবথেকে সমালোচিত হয়ে ওঠা চাট্টিখানি কথা নয়৷ সানি লিওনকে সেই সাফল্যের শিরোপা অনায়াসেই দেওয়া যায়৷ শরীরী আবেদনে তিনি পর্দায় হোক বা পর্দার বাইরেও হিল্লোল তুলতে পারেন৷ কিন্তু এ সবই সানি ফ্যাক্টর৷ আর পাঁচজনের ক্ষেত্রে তা খাটে না৷ তাহলে সানি লিওন কেন বাকি সকলকে নিজেদের স্তনের উপর নজর রাখতে বলেছেন? কেনই বা নারীর স্তনের প্রতি পুরুষের নজর দেওয়াকেও একরকম তারিফই করছেন?

আসলে এসবই তিনি করছেন নারীর স্বার্থেই৷ ভাল হোক বা খারাপ, নারী স্তনে যে পুরুষের নজর আটকে থাকে এটাই ঘটনা৷ ছুতোনাতায় পুরুষের দৃষ্টি চলে যায় সেদিকে৷ সব নারীরাই জানেন এ কথা৷ এবং কী করে সেই দৃষ্টি এড়িয়ে নিজের এগনোর পথ করে নিতে হয় হয় তাও জানেন৷ কিন্তু স্বভাব গুণে হোক বা দোষে, পুরুষরা নারী স্তনের প্রতি যতটা নজর দেন, নারীরাও তা দেন কি? যদি না দিয়ে থাকেন, তবে নারীদের ক্ষেত্রে তা মোটেও গুণ নয়, বরং রীতিমতো দোষেরই কাজ৷

Advertisement

সেই দোষই ধরিয়ে দিচ্ছেন সানি৷ তিনি জানাচ্ছেন, পুরুষরা নারীর স্তনের প্রতি যতটা দৃষ্টি দেন, ততটা দৃষ্টি যদি নারীরা নিজে দিতেন তাহলে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা অর্ধেক কমে যেত৷ সম্প্রতি ব্রেস্ট ক্যানসারের এক সচেতনতা প্রসার ভিডিওয় এ আর্জিই জানাচ্ছেন তিনি৷ নারীদের সচেতন করিয়ে সানি জানাচ্ছেন, স্তন ক্যানসারের বেশিরভাগ ঘটনা ধরা পড়ে স্টেজ ৩ কিংবা ৪-এ৷ যদি গোড়াতেই তা ধরা পড়ত, তাহলে সারিয়ে তোলা যেত৷ আর তাই নিজেদের প্রতি আরও মনযোগী হয়ে স্তনের প্রতি নজর দিতে অনুরোধ করলেন সানি৷ আর তার মাপকাঠিতে থেকে গেলেন পুরুষরাও৷ পুরুষের নজর যেরকম ঘোরে নারীর স্তনে, নারীর নিজের নজরও যেন সেই মাত্রায় থাকে, আর্জি সানির৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement