Advertisement
Advertisement

Breaking News

জানেন, সমুদ্র সৈকত ‘উষ্ণ’ করতে কী করলেন সানি?

ভিডিওতে ভক্তদের জন্য রইল উষ্ণ উপহার৷

Sunny Leone posts raunchy images of a filled day on Mexican shores
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2017 12:00 pm
  • Updated:March 25, 2017 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারচুয়াল দুনিয়া হোক বা বড়পর্দা৷ তিনি যখনই আসেন, ভক্তদের মনে নিজের একটা ছাপ রেখে যান৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ হ্যাঁ, কথা হচ্ছে হট অ্যান্ড সিজলিং সানি লিওনের৷

C7qKRx8VQAEd5SU

Advertisement

কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে স্বামী ড্যানিয়েলের সঙ্গে মেক্সিকো ঘুরতে গিয়েছিলেন সানি৷ তবে ছুটির দিনেও নিজের ফ্যানদের ভোলেননি তিনি৷ আনন্দের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন৷ জানিয়ে ছিলেন, সমুদ্রসৈকতের বালির উপর দিয়ে ধীরে ধীরে হাঁটতে তাঁর দারুণ লাগে৷ ঘোরার পালা শেষ৷ তবে মেক্সিকোকে বিদায় জানানোর আগে আরও একবার অনুগামীদের মন ভরিয়ে দিলেন বলিউড অভিনেত্রী৷ কীভাবে? সুইমস্যুটে স্বামীর সঙ্গে ধরা দিলেন সিজলিং সানি৷

C7qKRyCVwAAwEM9

সৈকতের চোখজুড়ানো দৃশ্যের সঙ্গে সানির উপস্থিতি পরিবেশকে যেন আরও উষ্ণ করে তুলেছিল৷ কখনও ড্যানিয়েলের কোলে উঠে পড়লেন তো কখনও সমুদ্রে পা ডুবিয়ে বসে রইলেন৷ তাঁর পোস্ট করা ছবিগুলি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ এর পাশাপাশি সূর্যাস্তের একটি মনোরম ছবিও পোস্ট করেছেন তিনি৷ সঙ্গে লিখেছেন, এবার কাজে ফেরার সময় হয়ে গিয়েছে৷

ফ্যানদের প্রাপ্তি? সিজলিং সানির থেকে ফ্লাইং কিসই বা কম প্রাপ্তি নাকি?

Fun on beach!! @dirrty99

A post shared by Sunny Leone (@sunnyleone) on

[আরও বিপাকে কমেডিয়ান, বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!]

[OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement