সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ শেষে আবার হাজির রবিবার৷ আলসেমিতে ঘুম ভাঙার বার৷ ছুটির সকালে এক ধরনের জলখাবারের ধারাপাত থেকে বেরিয়ে আসার বার৷ নিয়ম না মানার এই দলে যদি আপনি থাকেন, তাহলে আপনার জন্যই ডায়েটের রোজনামচা থেকে বেরিয়ে এই নতুন পদ গুলি এনেছে ফর্ক অ্যান্ড নাইফ৷ সন্ধান দিচ্ছেন ঈশানী মল্লিক৷
কচুরি এবং –
ক্লাব, মটর, হিং এবং বেসন- চার ধরনের কচুরি দু’টো করে মোট আটটি থাকবে৷ সঙ্গে তরকারি৷ ছোলা বাটোরা৷ এছাড়া ব্রেকফাস্টে নিতে পারেন নতুন কিছু স্বাদ৷
কয়েকটির রেসিপি রইল আপনাদের জন্য
স্ক্র্যাম্বেল ভেজিটেবল অন টোস্ট (এক পোর্সান বানানোর জন্য)
উপকরণ –
প্রদ্ধতি-
গাজর, বিনস, বেল পেপার টুকরো টুকরো করে কেটে রাখতে হবে৷ এরপর মাখনের মধ্যে কয়েক মিনিট এই কেটে রাখা সবজি মিশিয়ে রাখুন৷ কিছুক্ষণ পর এর মধ্যে হোয়াইট সস ভাল করে মিশিয়ে দিন৷ অন্যদিকে পাউরুটি টোস্ট করে রাখুন৷ শেষে টোস্টের উপর এই মিশ্রণটিকে ঢেলে দিয়ে চিজ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন৷
অ্যাপেল ক্রেপ
পদ্ধতি –
ফিলিংয়ের জন্য বড় নন-স্টিক প্যানে মাখন দিয়ে গরম করতে দিতে হবে৷ এরপর এর মধ্যে অ্যাপেল, চিনি, দারচিনি পাউডার দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে৷ ৮ থেকে ১০ মিনিট করার পর যতক্ষণ না চিনি পুরো মিশে যায়, অ্যাপেলগুলো পুরো নরম হয়ে যায় ততক্ষণ নেড়ে যেতে হবে৷ এরপর এর মধ্যে সুগার সিরাপ দিতে হবে৷ এগুলো হয়ে গেলে মিশ্রণটি ঠান্ডা করতে দিন এবং ১০টি সমান ভাগে কেটে মিশ্রণ ভাগ করে নিন৷
আখের জুসের সঙ্গে কাঞ্জিবড়া
উপকরণ (একটার জন্য) –
পদ্ধতি – মড পালস, মাং পালসের সঙ্গে জল মিশিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে৷ এরপর এই মিশ্রণটিকে পেস্ট করে এর মধ্যে জিঞ্জার চপ, গ্রিন চিলি চপ এবং নুন মিশিয়ে দিতে হবে৷ এবার প্যাটি শেপের আকারে এটিকে কেটে নিয়ে ফ্রাই করতে হবে৷ এবার তরলের মিশ্রণটি তৈরি করতে হবে৷ এখানে টারমারিন্ড জল, মাস্টারড জল, মাস্টারড পাউডার, ব্ল্যাক সল্ট, চিনি গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো একসঙ্গে সব মিশিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে৷ এরপর আখের রসের সিরাপটি এর সঙ্গে যোগ করে দিতে হবে৷ এরপর বড়াগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে পরিবেশন করলেই কেল্লাফতে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.