Advertisement
Advertisement

Breaking News

শৌচকর্মের ক্ষেত্রে ভারতীয় শৌচালয়ই সেরা, বলছেন গবেষকরা

আপনার কী মত?

Study reveals Indian loo is better than Western toilets 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 12:58 pm
  • Updated:February 6, 2017 12:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিত্য এই কর্ম সবাই করেন৷ কিন্তু বড়াই করে বলেন না কেউই৷ এও আবার প্রকাশ্যে বলার বিষয় নাকি? অথচ বলেছিলেন পরিচালক সুজিত সরকার৷ তাও আবার খোদ অমিতাভ বচ্চনের মুখ দিয়ে৷ ‘পিকু’র কথা মনে আছে নিশ্চয়ই৷ নিজের বাবার কোষ্ঠকাঠিন্য রোগে বিরক্ত দিল্লির সেই বাঙালি মেয়েটা৷ সিনেমায় দীপিকা ও অমিতাভের টক-মিষ্টি সম্পর্ক যতোই উপভোগ করুন, আদতে প্রকৃতির ডাকের এই সমস্যা নিয়ে প্রায় কম বেশি সকলেই ভুগে থাকেন৷

220152954

Advertisement

(অ্যাপলেরও আগে দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেট আনতে চলেছে স্যামসং)

জানেন এর অন্যতম কারণ কী? বিলেতি ধাঁচে গড়া শৌচালয়৷ আজ্ঞে হ্যাঁ, বিশেষজ্ঞরা অন্তত তাই বলছেন৷ মলত্যাগের ক্ষেত্রে স্বদেশী শৌচালয়ই সেরা৷ এর কোনও বিকল্প নেই৷ বিশেষ করে যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন৷ গবেষকদের মতে, মানুষের শরীরের গঠন অনুযায়ী বিলেতি ধাঁচের শৌচালয়ে বসলে শৌচকর্ম বেশিরভাগ সময়ই অসম্পূর্ণ থেকে যায়৷ যার ফলে শরীরে বিষাক্ত বর্জ্যপদার্থ থেকে যায়৷ এতে অসুখ-বিসুখ হতে পারে৷ অন্যদিকে, ভারতীয় শৌচালয়ে যেভাবে বসতে হয়, তা শৌচকর্মের পক্ষে খুবই সুবিধাজনক৷ এর ফলে শরীরও সুস্থ থাকে৷

821560053

(পার্টনারকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন)

ভারতীয় ধাঁচের শৌচালয়ে আরও একটি সুবিধা রয়েছে৷ এই পদ্ধতি অবলম্বন করলে মূত্রনালিতে সংক্রমণের হার শতকরা নব্বই শতাংশ কমে যায় বলে দাবি করেছেন বিজ্ঞানীরা৷

(আপনার বিশেষত্ব কী? বলবে রাশিফল)

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement