Advertisement
Advertisement

কাউকে মনে ধরলে কী করা উচিত, বলবে রাশিফল!

কাউকে ভাল লাগলে আপনি কী করেন? জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে৷

Started liking someone? Know your actions according to your Zodiac
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 11:55 am
  • Updated:September 7, 2023 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাউকে পছন্দ হলে সাধারণত মনের কথা বলে ফেলাই শ্রেয়৷ কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে মানুষ নিজের মনের কথা ভালবাসার মানুষটিকে বলতে ভয় পান৷ শুধু তাই নয়, কাউকে ভাল লাগছে এই অনুভূতিও অস্বীকার করতে চান অনেকেই৷ কিন্তু এমন হয় কেন? ভালবাসার কথা জানাতে এত আপত্তিই বা কিসের? শোনা যায়, কাউকে ভাল লাগলে ব্যক্তি কেমনভাবে নিজের মনের কথা বলবেন কিংবা রিঅ্যাক্ট করবেন, তা নির্ভর করে রাশিফলের উপর৷ কারণ, আমাদের ব্যবহার, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রেই আমাদের রাশিফলের উপর নির্ভর করে৷ কাউকে ভাল লাগলে আপনি কী করেন? জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে৷

লিও, এরিস, ভার্গো, অ্যাকোয়ারিয়াস:

Advertisement

এই রাশির জাতক-জাতিকারা খুব লাজুক প্রকৃতির হন৷ মনের কথা প্রকাশ্যে বলতে বেশ লজ্জা পান৷ আর তাই কাউকে মনে ধরলে, তাঁদের থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন৷ এর মাধ্যমে নিজেদের মনের কথা লুকোতে চান এই রাশির জাতক-জাতিকারা৷

ক্যাপ্রিকর্ন, টরাস, স্যাজিটেরিয়াস, জেমিনি:

এই রাশির জাতক-জাতিকারা প্রেম এবং এই ধরনের অনুভূতিকে রীতিমতো ভয় পান৷ আর তাই কাউকে ভাল লাগলে, সেই অনুভূতির জন্য বিরক্ত হন তাঁরা৷ শুধু তাই নয়, অনেক সময় কাউকে পছন্দ হওয়ার অপরাধে নিজের প্রতি বিরক্তিও প্রকাশ করেন৷

ক্যানসার, লিব্রা, পাইসেস, স্করপিও:

এই রাশির জাতক-জাতিকারা বরাবরই প্রেম সম্পর্কে আগ্রহী৷ আর তাই কাউকে মনে ধরলে, সেই বিষয় নিয়ে মুখ খুলতে তাঁরা মোটেই সংকোচ করেন না৷ বরং সোজা গিয়ে পছন্দের মানুষটিকে মনের কথা বলে দেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement