সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তুশাস্ত্র বলছে ঘরের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের মধ্যেই লুকিয়ে থাকে সংসারের শান্তি-সমৃদ্ধি। বাড়ির ঠাকুরঘরটা কোথায় রয়েছে, বেডরুমটা কেমন, রান্নাঘরের যত্ন কতটা নেন তার উপর যেমন আপনার পরিবারের উন্নতি নির্ভর করে, একইরকমভাবে বাড়ির বারান্দার টবে কোন গাছ লাগালে ভাল, দেওয়ালের কোন দিকে ক্যালেন্ডারখানা টাঙালে আর্থিক স্বচ্ছলতা বাড়বে তাও বলে দেয় বাস্তু। চলুন জেনে নিই ঘরে ক্যালেন্ডার টাঙানো নিয়ে কি বলছে বাস্তুশাস্ত্র …
১. সাধারণত প্রতিবছরই আমরা পুরনো ক্যালেন্ডারখানা বদলে সে জায়গায় নতুনটি টাঙিয়ে দিই। কিন্তু জানেন কী, বাস্তু বা ফেংশুই অনুযায়ী একই জায়গায় বছর, বছর ক্যালেন্ডার লাগানো ঠিক নয়। এতে জীবনের উন্নতি অনেকটাই থমকে যায়।
২. কখনও দক্ষিণ দিকে ক্যালেন্ডার টাঙানো উচিত নয়।
৩. বাস্তুমতে ক্যালেন্ডার সবসময় উত্তর, পশ্চিম বা পূর্ব দিকের দেওয়ালে টাঙানো উচিত।
৪. হিংস্র পশুর ছবির-সহ ক্যালেন্ডার এড়িয়ে যান। পরিবারের সদস্যদের মধ্যে তা খারাপ প্রভাব ফেলে।
৫. নদী, সমুদ্র, সুন্দর দৃশ্যের ছবি-সহ ক্যালেন্ডার টাঙান উত্তর দিকে। সবুজ রঙের কোনও ছবি থাকলে আরও ভাল। অর্থনৈতিক উন্নতিতে এর বিশেষ ভূমিকা রয়েছে।
৬. পশ্চিমদিকে মুখ করে ক্যালেন্ডার লাগালে যে কাজ আটকে রয়েছে তা ফের শুরু হতে পারে।
৭. দক্ষিণদিকে ক্যালেন্ডার টাঙালে বাড়ির কর্তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে মত বাস্তুশাস্ত্রের। অনেক সময় উন্নতিও আটকে যায়।
৮. বাস্তুশাস্ত্র বলে বাড়ির মূল দরজার সামনে ক্যালেন্ডার না টাঙানোই উচিত। এর ফলে শুভ শক্তি নষ্ট হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.