Advertisement
Advertisement
হ্যান্ড স্যানিটাইজার

সাবান বনাম স্যানিটাইজার, জেনে নিন করোনা ভাইরাস বধে কী বেশি কার্যকর

কী বলছেন বিশেষজ্ঞরা?

Soap or hand sanitizer what is more effective to clean your hand?
Published by: Sayani Sen
  • Posted:April 3, 2020 10:56 am
  • Updated:April 6, 2020 12:57 pm  

স্টাফ রিপোর্টার: সাবান বনাম স্যানিটাইজার।ভাইরাস বধে কে বেশি কার্যকর? গলি থেকে রাজপথ, অনেকেই তর্ক জুড়েছেন। চাহিদায় এগিয়ে স্যানিটাইজার।পাড়ার দশ বাই আট ওষুধের দোকান থেকে লাগোয়া বহুজাতিক বিপণি, সর্বত্রই স্যানিটাইজারের জন্য হাহাকার। চাহিদার নিরিখে সাবান অনেকটাই ব্যাকফুটে। যদিও ডাক্তাররা সাবানকেই বেশি নম্বর দিচ্ছেন।

তাঁদের মত, কোভিড ঠেকাতে স্যানিটাইজারের থেকে সাবান জল বেশি কাজের! কারণ? প্রধানত তিনটি উপাদানে গঠিত এই নভেল করোনা ভাইরাস। সবচেয়ে বাইরের অংশে থাকে গ্লাইকোপ্রোটিনের কাঁটা, যেগুলোর সাহায্যে ভাইরাসটা জীবন্ত কোষে আটকে গিয়ে সংক্রামিত হয়। দ্বিতীয় উপাদানটা হল, রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। যখন কোনও জীবন্ত কোষের ভিতরে ভাইরাসটি ঢোকে, তখন সে বংশবিস্তার করে আরএনএ-র প্রতিলিপি তৈরির মাধ্যম। তৃতীয় উপাদানটি একটি লিপিড স্তর, যা ভাইরাসের অন্যান্য অংশকে ধরে রাখে। এই লিপিড স্তর ভাঙতে পারলে ভাইরাসটাকে মারা সম্ভব। এমনটাই জানালেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কৌশিক লাহিড়ী।

Advertisement

তাঁর পর্যবেক্ষণ, সাবানের আণবিক গঠন দেখলে বোঝা যায় যে, এদের দুটো অংশ। হাইড্রোফিলিক ও হাইড্রোফোবিক। হাইড্রোফিলিক অংশের জলের অণুর প্রতি আকর্ষণ প্রবল। অন্যদিকে, হাইড্রোফোবিক অংশের জল একেবারেই নাপসন্দ। গবেষণা বলছে, সাবান জল দিয়ে হাত ধুলে ভাইরাসের লিপিড স্তরের প্রতি জলে গোলা সাবানের অণুর হাইড্রোফোবিক অংশের আকর্ষণ প্রবল হয়। অন্য দিকে জলের অণু সাবানের অণুর হাইড্রোফিলিক অংশকে আকর্ষণ করে। এই টানাপোড়েনে ভাইরাসের লিপিড স্তর যায় ভেঙে। ফলে ভাইরাসটা নিষ্ক্রিয় হয়ে মারা যায়। একই বক্তব্য কলকাতার ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ’-এর ডিরেক্টর ও প্রোফেসর ডা. মধুমিতা দুবের। তাঁর মত, “স্বাস্থ্য পরিষেবায় নিযুক্ত ডাক্তার বা নার্সের পক্ষে বারবার উঠে গিয়ে সাবানজল দিয়ে হাত ধোয়া সম্ভব হয় না। এদের ক্ষেত্রে স্যানিটাইজারের ব্যবহার অনেক বেশি সুবিধাজনক। তবে যাঁরা বাড়িতে আছেন তাঁরা বারবার সাবান আর পরিষ্কার জল দিয়ে হাত ধুয়ে নিন।”

[আরও পড়ুন: COVID-19 প্রতিষেধক তৈরির দৌড়, অস্ট্রেলিয়ায় শেষ পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ শুরু]

গবেষণা বলছে, স্যানিটাইজারের মূল উপাদান অ্যালকোহল। যা করোনা ভাইরাসের লিপিড স্তর ভেঙে ফেলতে সক্ষম। কিন্তু সাবানের মতো ভাইরাসের লিপিড স্তরের সঙ্গে অ্যালকোহলের দ্রুত বন্ধন গঠন হয় না। ফলে স্যানিটাইজার ভাইরাসকে নিষ্ক্রিয় করতে অনেক বেশি সময় নেয়। তাই হ্যান্ড স্যানিটাইজারের থেকে সাবান ভাইরাস নষ্ট করতে বেশি কার্যকর। সাবান ও জল ব্যবহারের সুযোগ না থাকলে তখন হ্যান্ড স্যানিটাইজার বিকল্প হতে পারে। কিন্তু স্যানিটাইজার পাচ্ছি না বলে হাহুতাশ না করে, ভাল করে সাবান দিয়ে হাত ধুলেই ভাল হয়!

[আরও পড়ুন: টেনশনে ভুগছেন? সাবধান, করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ষোল আনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement