সারাদিন মোবাইল-কম্পিউটারে মুখ গুঁজে৷ ঘাড়ে, পিঠে যন্ত্রনা৷ শিরদাঁড়া সিধে না থাকলে হতে পারে প্যারালাইসিসও৷ অভ্যাস পালটানোর পরামর্শ দিচ্ছেন ফর্টিস হসপিটালের অর্থোপেডিক সার্জন ডা. রণেন রায়৷
মৌশাখী বোস
স্কুল ব্যাগের ভারে ঝুঁকে হাঁটে পড়ুয়া৷ বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত, মাথা নীচু করে মোবাইল-কম্পিউটার ঘাঁটছে সবাই৷ এখনই লাইফস্টাইল পরিবর্তন করুন৷ এইসব বদ অভ্যাস থেকে হতে পারে সার্ভাইকাল বা লাম্বার স্পন্ডিলোসিস৷ যা সঠিক সময় চিকিৎসা না করালে প্যারালাইসিস পর্যন্ত হতে পারে! অতএব মাথা সোজা রাখুন৷ শিরদাঁড়া সিধে করুন৷ না বেঁকে, না ঝুঁকে হাঁটুন গটমটিয়ে৷
সার্ভাইকাল স্পন্ডিলোসিস কী?
কোনও ব্যক্তির ঘাড়ে আর্থাইটিস হলে তাকে সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলে৷ এক্ষেত্রে ঘাড়ের ছোট ছোট জয়েণ্টগুলির মধ্যে কার্টিলেজ ক্ষয় হয়ে যায়৷ ফলে দুটি হাড়ে ঘষা লেগে ব্যথা হয়৷
কারণ:
কী দেখে বুঝবেন?
লাম্বার স্পন্ডিলোসিস
কোমরে যখন আর্থ্রাইটিস হয় তখন তাকে লাম্বার স্পন্ডিলোসিস বলে৷ এক্ষেত্রে কোমরের জয়েন্টের কার্টিলেজ ক্ষয় হয়ে অসহ্য ব্যথা হয়ে থাকে৷
কারণ:
কোমরে আর্থাইটিসের লক্ষণ:
সার্ভাইকাল স্পন্ডিলোসিসে বিশ্রাম জরুরি৷ লাম্বার স্পন্ডিলোসিসের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা হল এক্স-রে৷ কিন্তু অনেক সময় এক্স-রে’র রিপোর্ট অনুযায়ী রোগীর শারীরিক অবস্থা বোঝা যায় না৷ তাই ঠিক কোন জয়েন্টে কতটা ক্ষয় হয়েছে তা জানতে এমআরআই স্ক্যান করাতে হয়৷
চিকিত্সা
স্পাইনাল, লাম্বার স্পাইন ফিউশন
এক্ষেত্রে জয়েন্টের কার্টিলেজ বেশি ক্ষয়প্রাপ্ত হলে এবং হাড় বেড়ে গেলে সার্জারি করে কেটেমেটাল প্লেট, স্ক্রু এবং রড দিয়ে হাড়ের জয়েন্ট ফিক্সেশন করা হয়৷ একে বলে স্পাইনাল বা লাম্বার স্পাইন ফিউশন৷
সিধে থাকতে
যোগাযোগ- ৯০৩৮০৩৮৯০৭
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.