সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মশাবাহী রোগ নিয়ে কার্যত নাজেহাল গোটা বিশ্ব৷ ম্যালেরিয়ার প্রকোপ খানিক কমলেও এখন ডেঙ্গু আর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে৷
মশা মারার ধূপ বা ফুল স্লিভ জামা কিছুতেই যখন রেহাই মিলছে না তখন সিঙ্গাপুরে তৈরি হল অভিনব জুয়েলারি, যা পরলেই নাকি মশা আপনার থেকে দূরে থাকবে৷ এমনটাই দাবি সিঙ্গাপুরের ওই সংস্থার৷
ব্রেসলেট থেকে নেকলেস, সবই পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে৷ আর মশাবাহী রোগ থেকে বাঁচতে নিজেদের গয়নার বাক্সে নতুন অভিনব জুয়েলারির সম্ভার তৈরি করতে ব্যস্ত সিঙ্গাপুরের বাসিন্দারা৷
কিন্তু কী থাকবে এই গয়নায়?
সংস্থা জানিয়েছে, এই জুয়েলারিগুলিতে থাকবে সিট্রোনেলা৷ মানুষের শরীরের জন্য হানিকারক নয় সিট্রোনেলা৷ তাই এই জুয়েলারিগুলির নকশায় ব্যবহার করা হয়েছে এই পদার্থ৷ এমনকি ফুড়িয়ে গেলে ফের রি-ফিল করা যাবে ভারতীয় মুদ্রায় মাত্র ২৪০ টাকায়৷ আর এই অভিনব গয়নার মূল্য ভারতীয় মুদ্রায় ২,৩৪৬টাকা থেকে ৩,১৭৭টাকা৷
সিঙ্গাপুরের এই সংস্থা আশাবাদী, এই মশা থেকে বাঁচার নতুন উপায় খুব শীঘ্রই বাজার মাত করবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.