Advertisement
Advertisement

Breaking News

সঙ্গীর ভালবাসা কি কমে যাচ্ছে? এই লক্ষণগুলিতে মিলবে প্রমাণ

সুস্থ সম্পর্ক বজায় রাখতে ঝগড়া নয়, আলোচনাই একমাত্র পথ।

Signs which show that he is taking you for granted
Published by: Sayani Sen
  • Posted:February 28, 2019 8:51 pm
  • Updated:February 28, 2019 9:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন নতুন সম্পর্ক মানে কত কিছু৷ এই আজ দেখা করছেন, তো কাল বাইরে খেতে যাচ্ছেন৷ দেখা করে ফিরেও শান্তি নেই৷ ঘন ঘন মেসেজ, ফোন৷ এক মুহূর্তও যেন তাকে ছেড়ে থাকতে পারছেন না৷ আবার ঝগড়া হলেও, তার স্থায়িত্ব বেশি নয়৷ যাকে বলে একটা মাখো মাখো ব্যাপার! কিন্তু অনেক প্রেমিকাই অভিযোগ করেন, বছর গড়াতে না গড়াতেই সম্পর্কের উষ্ণতা উধাও৷ তখন সেই থোড়-বড়ি- খাড়া আর খাড়া-বড়ি-থোড়৷ কোনও কোনও প্রেমিকার অভিযোগ, তিনি নাকি তাঁর প্রেমিকের অভ্যাসে পরিণত হয়েছেন৷ নিট রেজাল্ট দিনের পর দিন ঝগড়াঝাটি৷ কিন্তু এখন প্রশ্ন একটাই, কীভাবে বুঝবেন যে আপনি আপনার প্রেমিকের অভ্যাসে পরিণত হয়েছেন কী না? এই লক্ষণগুলি দেখে বুঝতে পারেন আপনার সম্পর্ক আগের মতো উষ্ণ কী না৷ 

[ভাইরাল জ্বরে ভুগছেন? মারাত্মক প্রভাব পড়তে পারে যৌন জীবনে]

নানা কাজের চাপ সামলে দু’জনে দেখা করলেন৷ বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কথা বলতে শুরু করলেন৷ আপনার প্রেমিক পাশেই রয়েছেন৷ গুরুত্বপূর্ণ কোনও বিষয়ে কথা বলেই যাচ্ছেন৷ কিন্তু আপনার প্রেমিকের তাতে কিছুই যায় আসে না৷ পরিবর্তে তিনি স্মার্টফোন নিয়েই বেশি ব্যস্ত৷ তাহলেই বুঝতে পারবেন আপনার সম্পর্ক উষ্ণতা হারাচ্ছে৷

Advertisement

[ইস্ট্রোজেনের নিঃসরণ বাড়াচ্ছে নারীর যৌন উদ্দীপনা]

ধরুন ভাল চাকরি পেলেন বা আপনার চাকরিতে প্রোমোশন হল, তা সত্ত্বেও কি প্রেমিক আপনাকে উৎসাহ দিচ্ছেন না? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে সম্পর্ক উষ্ণতা হারিয়েছে৷ তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার প্রেমিক কি সম্পর্কের শুরুতে এরকমই ছিলেন? আগে কি তিনি সেভাবে কোনও কাজে আপনাকে উৎসাহ দিতেন না? কারণ একথা ভুললে চলবে না যে অনেকেই কিন্তু মনের কথা সঠিকভাবে প্রকাশ করতে পারেন না৷

[কী করে বলবেন ‘আই লাভ ইউ’? রইল পাঁচ টিপস]

প্রেমের শুরুর দিনগুলোর কথা একবার ভেবে দেখুন৷ আজ সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা তো কাল কেনাকাটি৷ একসঙ্গে সময় কাটানোর জন্য কতই না পরিকল্পনা করেছেন দু’জনে৷ কিন্তু বর্তমানে সেই উদ্দীপনায় কি ভাঁটা পড়েছে? আপনারা কি দেখা করার মতোও আর সময় পাচ্ছেন না? তাহলে বুঝতে হবে আপনার প্রেমিক আপনাকে আর সেভাবে চাইছেন না৷

[মুখমেহনের সময় প্রাণ হারালেন বান্ধবী! তারপর…]

আপনার জন্মদিনও কি ভুলে গিয়েছেন প্রেমিক? উত্তর হ্যাঁ হলে এবার সম্পর্কের পরিণতি নিয়ে ভাবার সময় এসেছে৷ আর বেশি দেরি না করে তাড়াতাড়ি সঙ্গীর সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করুন৷ কে বলতে পারে এভাবেই হয় তো ফিরে আসবে সেই পুরনো সেদিন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement