Advertisement
Advertisement

রিয়ালিটি শো-এর ‘অন্দর কি বাত’, যা পরিচালকরা লুকিয়ে রাখেন

বছরের পর বছর বিভিন্ন ধরনের রিয়ালিটি শো দেখতে অভ্যস্ত দর্শকরা অবশ্য এখন গোপন অনেক বিষয়ই বুঝতে পেরে যান৷ সবটা তাঁদের থেকে লুকিয়ে রাখা সম্ভব হয় না৷ তবে এই প্রতিবেদনে এমন কিছু ভিতরের কথা তুলে ধরা হল, যা হয়তো ভাবনার বাইরেই রয়ে গিয়েছিল৷

Shocking Facts About Reality TV Shows The Makers Don’t Want You To Know
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2016 7:00 pm
  • Updated:June 15, 2016 7:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম রিয়ালিটি শো৷ তাই বলে সেখানে যে সবটাই রিয়াল, এমন ভাবার কোনও কারণ নেই৷ এসব শো-এ এমন অনেক ঘটনাই ঘটে, যা দর্শক দেখে বুঝতেও পারেন না, যে তা সাজানো৷ মোট কথা, যা দেখা যায়, তার পুরোটাই সত্যি নয়৷ দর্শকদের যাতে কোনওভাবেই রিয়ালিটি শো দেখার আগ্রহ হারিয়ে না যায়, সেই কারণেই পরিচালকরা ‘অন্দর কি বাত’ প্রকাশ্যে আনেন না৷
বছরের পর বছর বিভিন্ন ধরনের রিয়ালিটি শো দেখতে অভ্যস্ত দর্শকরা অবশ্য এখন গোপন অনেক বিষয়ই বুঝতে পেরে যান৷ সবটা তাঁদের থেকে লুকিয়ে রাখা সম্ভব হয় না৷ তবে এই প্রতিবেদনে এমন কিছু ভিতরের কথা তুলে ধরা হল, যা হয়তো ভাবনার বাইরেই রয়ে গিয়েছিল৷

128095766858912065616601197_Lobster_Dinner
১. ম্যান ভার্সেস ওয়াইল্ড: প্রকৃতিপ্রেমীদের কাছে এটি জনপ্রিয় শো৷ শো-এর পরতে পরতে রয়েছে রহস্য, রোমাঞ্চ৷ প্রোগ্রামটিতে দেখা যায়, সঞ্চালক বিয়ার গ্রিল কাঁচা মাংস খেয়ে জঙ্গলে রাত কাটান৷ কিন্তু জানেন কি, গ্রিলের জন্য হোটেলে থাকা, খাওয়ার সব ব্যবস্থাই থাকে? শুধুমাত্র শুটিংয়ের সময়টুকু তাঁকে জঙ্গলে কাটাতে হয়৷ শুধু তাই নয়, স্ক্রিনে দেখা যায়, বন্য প্রাণীরা গ্রিলের ওপর হামলা করতে যাচ্ছে৷ আসলে পোষাক ও এডিটের কারসাজিতেই সেসব হামলা এতটা জীবন্ত হয়ে ওঠে৷

Advertisement

idol_sidekick_0
২. আমেরিকান আইডল: সঙ্গীতের এই মঞ্চে নিজেদের বৈচিত্রময় গলার সুরে বিচারকদের চমকে দেন প্রতিযোগীরা৷ সত্যি কথা বলতে, এতটাও চমকান না বিচারকরা৷ কারণ তাঁদের সামনে গাওয়ার আগে বেশ কয়েকবার একই গান প্রযোজকের সামনে গেয়ে শোনাতে হয় প্রতিযোগীদের৷ সবুজ সিগন্যাল পেলে তবেই মঞ্চে তা পারফর্ম করার অনুমতি মেলে৷

mmmm
৩. ডান্সিং উইথ দ্য স্টার: নিজেদের প্রিয় সেলিব্রিটিকে চ্যাম্পিয়ন করার জন্য ট্যাকের কড়ি খরচ করে প্রচুর ভোট দেন দর্শকরা৷ কিন্তু জেনে রাখুন, আপনাদের ভোটের উপরই কিন্তু সবটা নির্ভর করে থাকে না৷ শো-এ কে টিকে থাকবেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেন শো-এর প্রযোজক৷ মূলত সেলিব্রিটিদের রেটিংয়ের উপরই তাঁর থাকা বা যাওয়া নির্ভর করে৷

img
৪. আমেরিকা’স গট ট্যালেন্ট:  বেশিরভাগ রিয়ালিটি শো-এরই প্রাইজ মানি হয় আকাশ ছোঁয়া৷ কিন্তু সেই অর্থ পেতে পেতে জীবন প্রায় শেষই হয়ে যায়৷ যেমন এই শো-টির পুরস্কার মূল্য এক মিলিয়ন ডলার৷ যা ৪০ বছর ধরে বিজয়ীরা পেয়ে থাকেন৷

nach
৫. নাচ বালিয়ে: এই শো-এ বিনোদুনিয়ার দু’জন সেলিব্রিটি জুটি বেঁধে ডান্স পারফর্ম করেন৷ কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায়, শো শেষ হওয়ার কয়েকদিন পরই তাঁদের জুটি ভেঙে যায়৷ ঘটনা হল, এসব রিয়ালিটি শোগুলির জন্য বেশ কিছুদিন আগে থেকে এই জুটি তৈরি করা হয়৷ যাতে রিয়ালিটি শো-এ তাঁদের রিয়েল হিসেবে তুলে ধরা যায়৷

aaa
৬. বিগ বস: এখনও পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো-এও রয়েছে অনেক ‘আনরিয়াল’ বিষয়৷ অনেক সময় প্রতিযোগীদের বলে দেওয়া হয়, তাঁদের বিগ বসের বাড়িতে গিয়ে প্রেম করতে হবে৷ সারা খান ও আলি মার্চেন্টের সাত পাকে বাঁধা পড়ার কথা নিশ্চয়ই সকলেরই মনে আছে? শো শেষ হওয়ার কয়েক মাস পরই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়৷ ‘পর্দে কে পিছে’র ঘটনা শুনলে চোখ কপালে উঠবে৷ বিগ বস হাউসে এসব ‘ড্রামা’ করার জন্য তাঁদের ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল৷
কী ভাবছেন? রিয়ালিটি শো বাদ দিয়ে এবার শাশুড়ি-বউয়ের ঝগড়া দেখবেন?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement