Advertisement
Advertisement

অ্যাপলেরও আগে দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেট আনতে চলেছে স্যামসং

চলতি বছরের প্রথম ভাগেই দেশে লঞ্চ হতে চলেছে ‘স্যামসং পে’৷

Samsung mulls mobile payment wallet for India by 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 9:19 am
  • Updated:February 6, 2017 9:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল লেনদেনে স্বনির্ভর হচ্ছে গোটা দেশ৷ নোট বাতিলের পর থেকেই এ ব্যাপারে জোর দিয়েছে কেন্দ্র৷ সে কারণেই এই মুহূর্তে গোটা দেশে মোবাইল পেমেন্ট ওয়ালেটের জনপ্রিয়তা তুঙ্গে৷ আর তাই এবার নয়া পদক্ষেপ স্যামসংয়ের৷ চলতি বছরের প্রথম ভাগেই দেশে লঞ্চ হতে চলেছে ‘স্যামসং পে’৷

অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে সুরক্ষিত রাখার ১০টি আধুনিক টিপস

এ বছরই ভারতে মোবাইল পেমেন্ট ওয়ালেট লঞ্চ করার কথা ছিল অ্যাপলের৷ তবে তার আগেই এদিকে নজর দিয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি৷ গতবছরের শেষের দিকে দেশে এ সার্ভিস চালু করা নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছে সংস্থাটি৷ এ সপ্তাহের গোড়ার দিকে গ্যালাক্সি নোট ৫-এ একটি আপডেট এনেছে স্যামসং৷ সেখানে যোগ করা হয়েছে ‘স্যামসং পে’ অ্যাপটি৷ এই অ্যাপের মাধ্যমেই ‘ম্যাগনেটিক সিকিওর ট্রান্সমিশন’ সম্ভব৷ অর্থাৎ সরাসরি মোবাইল থেকে পেমেন্ট টার্মিনালের কার্ড রিডারের সঙ্গে সংযোগ রাখা যাবে৷

Advertisement

পাঠ্যবই থেকে এবার বাদ পড়লেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র!

নয়া এই পেমেন্ট অ্যাপ অনেকটাই নিরাপদ হবে বিশেষজ্ঞদের ধারণা৷ কেননা স্যামসং ব্যবহারকারীদের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে৷ ফলে লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা থাকবে৷ এই মুহূর্তে পেটিএম, মোবিকুইকের মতো পেমেন্ট ওয়ালেটের জনপ্রিয়তা তুঙ্গে৷ স্যামসংয়ের এই নিজস্ব অ্যাপে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রবণতায় অনেকটাই ভাটা পড়বে বলে মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement