Advertisement
Advertisement

অপটিক্যাল জুম ফিচার নিয়ে বাজারে আসছে Samsung Galaxy S8

এছাড়াও ‘সিঙ্গল টাচ’ অর্থাৎ এক আঙুলেই zoom in এবং out করার অভিনব সুবিধা থাকবে এই ডুয়াল রিয়ার ক্যামেরায়৷

Samsung Galaxy S8 rumoured to have I-phone 7 like camera
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 8:21 pm
  • Updated:October 2, 2016 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের গোড়াতেই গ্যালাক্সি সিরিজের নতুন ফোন বাজারে আনছে দক্ষিণ কোরীয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং৷ সিরিজের নয়া ফোন, গ্যালাক্সি S8 নিয়ে তখন থেকেই কৌতুহল তুঙ্গে টেকদুনিয়ায়৷

সম্প্রতি সংস্থার নতুন পেটেন্ট ঘিরে জল্পনা তুঙ্গে৷ গুজব রটেছে, এই ফোনে নাকি আইফোন ৭ এর মতই ডুয়াল রিয়ার ক্যামেরা পাওয়া যাবে৷

Advertisement

কিন্তু এই ক্যামেরার বিশেষত্ব কী?

মূলত অন্যান্য স্মার্টফোনগুলিতে ক্যামেরা zoom করার যে পদ্ধতি থাকে তা বেশিরভাগ ক্ষেত্রেই ডিজিটাল৷ ফলে অনেক সময় বেশি zoom করলে ছবি ঝাপসা হয়ে যায়৷ কিন্তু আইফোন ৭ এর ক্যামেরার বৈশিষ্ট্য, এই ক্যামেরাতে রয়েছে অপটিকাল zoom৷ এই পদ্ধতিতে ছবি নয়, ক্যামেরার লেন্স zoom in করা যায়৷ ফলে ছবির মান ডিজিটালের চেয়ে অনেক স্পষ্ট হয়৷

এতদিন আইফোন ৭-এ এই সুবিধা পেতেন ক্রেতারা৷ কিন্তু শোনা যাছে, এবার স্যামসাং নাকি এই একই বৈশিষ্ট্য রাখতে চলেছে তাদের নতুন গ্যালাক্সি এস ৮ –এ৷ এছাড়াও ‘সিঙ্গল টাচ’ অর্থাৎ এক আঙুলেই  zoom in এবং out করার অভিনব সুবিধা থাকবে এই ডুয়াল রিয়ার ক্যামেরায়৷

সংস্থার পক্ষ থেকে এখনও ফোনের ফিচারস সংক্রান্ত কোন ঘোষণা না করা হলেও আইফোনের ফিচার সমৃদ্ধ স্যামসাং-এর নতুন ফোন বাজারে আসছে এই গুজবেই মজেছে টেকদুনিয়া৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement