Advertisement
Advertisement

স্যামসাং গ্যালাক্সির নতুন মডেলের ছবি ফাঁস

প্রকাশ্যে এল ফোনের ফিচারস৷ জেনে নিন ক্লিক করে৷

Samsung Galaxy S8 photo leaked
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 27, 2017 8:58 am
  • Updated:January 27, 2017 8:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যামসাং গ্যালাক্সির নতুন মডেল এস এইট বাজারে আসবে চলতি বছরের মার্চ মাসে৷ সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছিল মার্চ মাসের ২৯ তারিখ লঞ্চ হবে এই ফোন৷ কিন্তু বাজারে আসার আগেই ফাঁস হয়ে গেল গ্যালাক্সি এস এইটের ছবি৷

একটি বেসরকারি সংবাদ মাধ্যম Samsung Galaxy S8 এর ছবি প্রকাশ করার পরই ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়৷ টেকনোলজি প্রেমীরা ইতিমধ্যেই জেনে নিতে আগ্রহী ঠিক কী কী চমক থাকছে স্যামসাং-এর এই সুপার স্মার্টফোনে৷ জানা গিয়েছে, ৫.৮ এবং ৬.২ ইঞ্চি QHD ও সুপার অ্যামোলেড স্ক্রিনযুক্ত Samsung Galaxy S8-এর দুটি মডেল অ্যান্ড্রয়েড Nougat ভার্সনে পাওয়া যাবে৷ শুধু তাই নয়, কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৩৫ বিল্ড স্যামসাং-এর ১০ nm টেকনোলজি ব্যবহৃত হবে এই নয়া ফোনে৷ এছাড়া, ৫.৮ ইঞ্চির ও ৬.২ ইঞ্চির স্ক্রিনযুক্ত ফোন দুটিতে ব্যাটারি পাওয়ার থাকছে যথাক্রমে ৩০০০ mAh  এবং ৩৫০০ mAh ৷

Advertisement

9cbb31f17b240b745304147f6d46b786fa54a90d-tc-img-preview

Samsung Galaxy  S7-এর মতো S8-এও থাকছে ৪ জিবি ব়্যাম ও ৬৪ জিবি এক্সটারনাল স্টোরেজ৷ দুর্দান্ত স্টোরেজের পাশাপাশি পাশাপশি এই স্মার্টফোনের ক্যামেরাও অসাধারণ৷ জানা গিয়েছে, ফোনটিতে থাকছে ১২ MP রিয়ার সেন্সর ক্যামেরা এবং ৮ MP ফ্রন্ট সেন্সর ক্যামেরা৷

কিন্তু দুর্দান্ত এই ফোনগুলির দামও কিন্তু মধ্যবিত্তের নাগালের বাইরে৷ জানা গিয়েছে, ৫.৮ ইঞ্চির স্ক্রিনের মডেলটির দাম ভারতীয় মূল্যে ৫৮,০০০ টাকা এবং ৬.২ ইঞ্চির স্ক্রিনের মডেলটির দাম ভারতীয় মূল্যে ৬৫,০০০ টাকা৷

(নোকিয়ার পর বাজারে প্রত্যাবর্তন হচ্ছে ব্ল্যাকবেরিরও)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement