Advertisement
Advertisement

নির্ধারিত সময়ের আগেই আসছে Samsung Galaxy S8

ত্রুটিযুক্ত Galaxy Note 7 ফিরিয়ে নেওয়ার পর সংস্থার আশ্বাস৷

Samsung Galaxy S8 Details Leak
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 15, 2016 8:30 pm
  • Updated:September 15, 2016 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যালাক্সি নোট ৭ বাজারে এনে জোর ধাক্কা খেয়েছে দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাং৷ ব্যাটারিজনিত সমস্যায় অত্যাধিক গরম হয়ে উঠে হ্যান্ডসেটগুলিতে বিস্ফোরণ পর্যন্ত ঘটেছে৷ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই অন্তত ৭০টি নোট ৭ বিস্ফোরণের খবর মিলেছে৷ এই অবস্থায় বাধ্য হয়ে স্যামসাং ত্রুটিযুক্ত হ্যান্ডসেটগুলি ফিরিয়ে নেওয়ার ডাক দিয়েছে৷

তবে দেশ-বিদেশের স্যামসাং-ভক্তদের জন্য সুখবর! গ্রাহকদের ক্ষতে প্রলেপ দিতেই সম্ভবত সংস্থার পরবর্তী ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি এস ৮ তড়িঘড়ি বাজারে আনার চিন্তাভাবনা শুরু করে দিল এই মুহূর্তে স্মার্টফোন দুনিয়ার ‘বেতাজ বাদশা’ স্যামসাং৷ সাধারণত, ফ্ল্যাগশিপ মডেল বলতে বোঝায় কোনও সংস্থার সেরা ফিচারস সমৃদ্ধ স্মার্টফোনকে৷ গ্যালাক্সি এস ৮ মডেলে যে ফিচারের ঝুলি উপুড় করে দিতে কসুর করবে না স্যামসাং, সে কথা সহজেই অনুমেয়৷

Advertisement

নাম গোপন রেখে কোরীয় সংস্থাটির এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ত্রুটিযুক্ত হ্যান্ডসেট নিয়ে গ্রাহকদের ক্ষোভ ধামাচাপা দেওয়ার উৎকৃষ্ট উপায় চটজলদি তাঁদের হাতে একটি ‘ব্র্যান্ড নিউ’ স্মার্টফোন তুলে দেওয়া৷ এমন একটি হ্যান্ডসেটটি যেটি তার পূর্বসূরির তুলনায় উন্নততর হবে৷ গ্যালাক্সি এস ৭-এর জন্য সংস্থার সেলস রিপোর্ট যে ধাক্কা খেয়েছে সে কথা আর বলার অপেক্ষা রাখে না৷ বিশ্বজুড়ে নানান তথ্যপ্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাও করে সে সব রিপোর্ট প্রকাশিতও হয়ে গিয়েছে৷ শোনা যাছে, এস ৮ ছাড়াও আরও দুটি নতুন স্মার্টফোন নিয়ে গবেষণা শুরু করেছে স্যামসাং৷ যাদের কোড নেম ‘Dream’ ও ‘Dream2’৷

নয়া ফ্ল্যাগশিপ মডেলে কী কী ফিচারস থাকতে পারে? ফোন এরিনার টুইটার অ্যাকাউন্টে দাবি করা হয়েছে, স্যামসাংয়ের নয়া স্মার্টফোনে থাকতে পারে Exynos 8895 SoC চিপসেট৷ তবে অন্যান্য স্পেসিফিকেশন এখনও স্পষ্ট নয়, জানা যায়নি দামও৷ তবে নয়া আইফোন বাজারে চলে আসায় এখন স্পষ্টত চাপে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী সংস্থা৷ তাই যত দ্রুত সম্ভব গ্যালাক্সি এস ৮ গ্রাহকদের হাতে তুলে অ্যাপলের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে চায় দক্ষিণ কোরীয় সংস্থাটি৷

s8_web

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement