সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কোরীয় সংস্থা স্যামসাং বাজারে আনতে চলেছে জনপ্রিয় Galaxy On5 ও On7 মডেল দুটির আধুনিক সংস্করণ৷ শুক্রবার একটি চিনা ওয়েবসাইটে হ্যান্ডসেট দু’টির স্পেসিফিকেশন ‘লিক’ হয়ে গিয়েছে৷ নতুন হ্যান্ডসেট দু’টির সঙ্গে পুরনো মডেল দু’টির অবশ্য বিশেষ ফারাক নেই বলেই দাবি চিনা ওয়েবসাইটটির৷
Galaxy On5(2016) মডেলের ডিসপ্লে ৫ ইঞ্চির, তবে সম্ভবত সুপার অ্যামোলেড নয়৷ অক্টা-কোর প্রসেসরের সঙ্গে রয়েছে ৩ জিবি র্যাম৷ নতুন এডিশনে ইনবিল্ট স্টোরেজ বাড়াচ্ছে সংস্থা৷ ২০১৬ ভার্সনে ইনবিল্ট মেমোরি ৩২ জিবি৷ সঙ্গে রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি-র৷ ব্যাটারি ২৬০০ এমএএইচ-এর, মডেলটির ওজন ১৪২ গ্রাম৷
অন্যদিকে, Galaxy On7 (2016) মডেলটির ডিসপ্লে ৫.৫ ইঞ্চির৷ ব্যাটারি ৩৩০০ এমএএইচ-এর৷ অন্যান্য স্পেসিফিকেশন অবশ্য একই থাকছে৷ আপাতত দুটি মডেল মিলবে সাদা ও সোনালি রংয়ে৷ পরে অন্যান্য রংও যুক্ত হতে পারে তালিকায়৷ স্মার্টফোন দুটি কবে বাজারে আসবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি প্রস্তুতকারক সংস্থার তরফে৷ এখন ভারতের বাজারে Galaxy On5 Pro মডেলটির দাম ৯,১৯০ টাকা ও Galaxy On7 Pro মডেলটির দাম ১১,১৯০ টাকা৷
দেখুন সেই লিকড ইমেজ-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.