সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে সংস্থার ফ্ল্যাগশিপ ফ্যাবলেট Galaxy Note 7 লঞ্চ করল Samsung৷ ই-কমার্স ওয়েবসাইটে আগামী ২ সেপ্টেম্বর থেকে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হবে৷
গত মাসে, নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় সংস্থাটি এই হ্যান্ডসেটটি প্রকাশ্যে আনে৷ গোল্ড প্ল্যাটিনাম, সিলভার টাইটেনিয়াম, ব্ল্যাক ও ব্লু কালারের চারটি মডেলের বিক্রি শুরু হবে৷ রিলায়েন্স জিও ফোর-জি সিম ও বিনামূল্যে তিন মাসের ফোর-জি ডেটা-সহ বিক্রি শুরু হবে৷
From the experience zone at #GalaxyNote7 India launch. Know more: https://t.co/I13COxuiDJ pic.twitter.com/zNujRUHD53
— Samsung Mobile India (@SamsungMobileIN) August 11, 2016
এবার আসা যাক হ্যান্ডসেটটির স্পেসিফিকেশনে৷ অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শেমলো আপডেট মিলবে এই ফোনে৷ রয়েছে ৫.৭ ইঞ্চি এইচডি ডুয়াল এজ সুপার অ্যামোলেড ডিসপ্লে, পিক্সেল ডেনসিটি ১৪৪০x২৫৬০৷ স্ক্রিনের উপরে থাকবে কর্নিং গরিলা গ্লাস৷ জল্পনা সত্যি করে এই ফোনে রয়েছে iris scanner ও fingerprint sensor৷ অক্টা-কোর প্রসেসরের সঙ্গে ৪ জিবি ক্লাব্ড র্যাম৷ ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ২৫৬ জিবি পর্যন্ত৷ গ্রাহকরা ১৫ জিবি স্যামসাং ক্লাউড স্টোরেজ বিনামূল্যে পাবেন৷
Unveiling the Samsung #GalaxyNote7 in India – The most secure, intelligent & powerful smartphone ever. pic.twitter.com/vun8aAg5nu
— Samsung Mobile India (@SamsungMobileIN) August 11, 2016
ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তির ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই ফোনের ব্যাটারি ৩৫০০ এমএএইচ৷ ওজন ১৬৯ গ্রাম৷ ভারতে মডেলটির দাম ৫৯,৯০০ টাকা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.