Advertisement
Advertisement

বাজারে এল স্যামসাং Galaxy J2 ও J Max ফ্যাবলেট

দুটি মডেলই ইউনিক ফিচারে ঠাসা, দামেও সস্তা!

Samsung Galaxy J2 (2016), J Max launched
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 9, 2016 2:30 pm
  • Updated:March 1, 2019 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যালাক্সি জে ২ মডেলের ২০১৬ ভার্সন ও জে ম্যাক্স নামের একটি নতুন বাজেট স্মার্টফোন বাজারে আনল স্যামসাং৷ গ্যালাক্সি জে ম্যাক্স মূলত ৭ ইঞ্চি স্ক্রিনের ফ্যাবলেট৷ জুলাইয়ের ১০ তারিখ থেকে জে ২ ও মাসের শেষদিকে ফ্যাবলেটটি বাজারে বিক্রি হবে৷

স্যামসাং গ্যালাক্সি জে ২ মডেলের সবচেয়ে বড় দুটি ফিচার হল টার্বো স্পিড টেকনোলজি (টিএসটি) ও স্মার্ট গ্লো৷ সংস্থার দাবি, যে কোনও অ্যাপ চালু ও বন্ধ করতে টিএসটি বিশেষ উপযোগী৷ সাধারণত, স্মার্টফোনে কোনও অ্যাপ বন্ধ করলেও ব্যাকগ্রাউন্ডে সেই অ্যাপটি ক্রমাগত চলতে থাকে৷ এই টিএসটি প্রযুক্তি সেটা হতে দেবে না৷ ‘স্মার্ট গ্লো’ হল এক ধরণের নোটিফিকেশন অ্যালার্ট৷ ইউজাররা পছন্দমাফিক নোটিফিকেশনের জন্য চারটি আলাদা আলাদা রঙের আলো বেছে নিতে পারবেন৷ পাশাপাশি ফোনের ইন্টারনাল মেমোরি ভর্তি হয়ে গেলে, ডেটা বা চার্জ ফুরিয়ে এলেও এই আলো ইউজারদের সতর্ক করে দেবে৷ সঙ্গে এস বাইক মোড ও আল্ট্রা ডেটা সেভিংস মোড তো রয়েছেই৷

Advertisement

J2-2016

জে ২ মডেলে রয়েছে ৫ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১.৫ জিবি র‍্যাম পাওয়ার্ড বাই ১.৫ গিগাহার্ৎজ কোয়াড কোর প্রসেসর৷ সঙ্গে ২৬০০ এমএএইচ ব্যাটারি ও ৮ জিবি ইন্টারনাল মেমোরি৷ রয়েছে ৮ এমপি রিয়ার ও ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা৷ এই ফোনটির দাম ৯,৭৫০ টাকা৷

অন্যদিকে, গ্যালাক্সি জে ম্যাক্স ফ্যাবলেটে ১.৫ গিগাহার্ৎজ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে রয়েছে ১.৫ জিবি র‍্যাম৷ অ্যান্ড্রয়েড ললিপপ ভার্সনের এই স্মার্টফোনে এক বছরের Viu সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে৷ এই ফ্যাবলেটটির দাম ১৩,৪০০ টাকা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement