সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপল ও স্যামসাংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আন্তর্জাতিক মহলে সর্বজনবিদিত৷ গত বুধবার রাতে আত্মপ্রকাশ ঘটেছে অ্যাপলের নতুন আইফোনের৷ এই অবস্থায় প্রতিযোগী সংস্থা স্যামসাংই বা পিছিয়ে থাকবে কেন? শুক্রবারই সংস্থার ওয়েবসাইটে একটি নতুন ফ্লিপ স্মার্টফোনের নাম জুড়ল৷ মডেলটির নাম Samsung Galaxy Folder 2৷ এতদিন বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটে কানাঘুষো শোনা যাচ্ছিল, কিন্তু এবার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়ায় জল্পনার আর কোনও অবকাশ রইল না৷ চিনে স্যামসাংয়ের ওয়েবসাইটে আত্মপ্রকাশ ঘটায় মনে করা হচ্ছে, সে দেশেই মডেলটির অভিষেক হতে পারে৷
শেষ কবে ফ্লিপ ফোন ব্যবহার করেছিলেন মনে পড়ে? সেই নস্ট্যালজিয়ার সঙ্গে খাঁটি অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার ভরপুর স্বাদ দিতেই স্মার্টফোনটি বাজারে আনার তোড়জোর শুরু করেছে দক্ষিণ কোরীয় সংস্থাটি৷ গতবছর Galaxy Folder স্মার্টফোন বাজারে আসার পর এটি সিরিজের দ্বিতীয় ফোন৷ পুরনো ও নতুন হ্যান্ডসেট দু’টির মধ্যে লুকস-এ বিশেষ পার্থক্য নেই৷ শুধুমাত্র কিপ্যাডের রং ছাড়া৷ নয়া মডেলের কিপ্যাডের রং মেটালিক সিলভার৷ মার্শমেলো আপডেট-যুক্ত এই অ্যান্ড্রয়েড ফ্লিপ ফোনে রয়েছে মেটালিক বডি, কিপ্যাড ও ফ্ল্যাশ-সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা৷ সেলফি তোলার জন্য রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের৷
Samsung Galaxy Folder 2 স্মার্টফোনের স্ক্রিন ৩.৮ ইঞ্চির৷ স্মুদ পারফরম্যান্সের জন্য ১.৪ গিগাহার্ৎজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৪২৫ এসওসি-র সঙ্গে রয়েছে ২ জিবি র্যাম৷ মডেলটির ইনবিল্ট স্টোরেজ ১৬ জিবি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত৷ ১৯৫০ এমএএইচ ব্যাটারি থাকার দরুন ৩১৮ ঘণ্টা কথা বলা যাবে বলে দাবি দক্ষিণ কোরীয় সংস্থাটির৷ ১৬০ গ্রাম ওজনের এই ফোর-জি হ্যান্ডসেটটির দাম এখনও জানা যায়নি৷ তবে মনে করা হচ্ছে, এই হ্যান্ডসেটটির দাম ২৫০ ডলারের আশেপাশে হতে পারে৷ তবে মডেলটি কবে বাজারে আসবে সে খবর এখনই স্পষ্ট নয়৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.