Advertisement
Advertisement

কাশ্মীর সম্পর্কে টুইটারে ভুয়ো তথ্য ছড়াচ্ছে পাকিস্তান, বন্ধের আরজি কেন্দ্রের

খলিস্তানিদের সঙ্গে নিয়ে মোদি-শাহকে আক্রমণ, ব়্যাপার হার্ড কউরের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার৷

Remove Pak-Operated Accounts Fuelling J&K Turmoil, HM Tells Twitter
Published by: Tanujit Das
  • Posted:August 13, 2019 5:08 pm
  • Updated:August 13, 2019 5:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৭০ ও ৩৫এ ধারা অবলুপ্তির পর কাশ্মীর সম্পর্কে সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে এদেশের নেটিজেনদের একাংশ এবং সর্বোপরি পাকিস্তান৷ এই মর্মে মাইক্রোব্লগিং সাইট টুইটারকে চিঠি লিখল কেন্দ্র৷ এই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টগুলিকে অবিলম্বে বন্ধের আরজি জানাল স্বরাষ্ট্রমন্ত্রক৷

[ আরও পড়ুন: রাজ্যপালের চ্যালেঞ্জ গ্রহণ করলেন রাহুল, স্থানীয়দের সঙ্গে কথা বলতে যাবেন কাশ্মীরে!]

Advertisement

সূত্রের খবর, চিঠির সঙ্গে প্রমাণ হিসাবে আটটি অ্যাকাউন্টের তথ্য তুলে দিয়েছে সরকার৷ যে অ্যাকাউন্টগুলি পাকিস্তান থেকে চালনা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে৷ বলা হয়েছে, অ্যাকাউন্টগুলির মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে৷ কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে৷ উপত্যকায় যাতে উত্তেজনার পরিবেশ তৈরি হয়, ক্রমাগত সেই চেষ্টাই করে যাওয়া হচ্ছে৷ টুইটারকে লেখা চিঠিতে স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা জানান, কিছু কিছু অ্যাকাউন্টের মাধ্যমে এমন ভাষায় ভ্রান্ত তথ্য লেখা হচ্ছে, যা থেকে স্পষ্ট সেগুলি পাক সেনা ও আইএসআই-এর দ্বারা পরিচালিত৷ কাশ্মীর পুলিশের শীর্ষ কর্তা শ্যাম প্রকাশ পানি বলেন, ‘‘ওই সমস্ত টুইটার হ্যান্ডেল কোনও ভাবেই কাশ্মীর থেকে পরিচালিত হতে পারে না৷ সেজন্যই আমরা টুইটার কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছি৷ পাশাপাশি, সাধারণ মানুষের কাছে আরজি জানাচ্ছি, ওই সমস্ত ভ্রান্ত তথ্যে বিশ্বাস করবেন না৷’’ একই সতর্কতা দেওয়া হয়েছে সিআরপিএফের তরফেও৷

[ আরও পড়ুন: সশস্ত্র ২ দুষ্কৃতীকে চটি ও চেয়ার ছুঁড়ে মারধর বৃদ্ধ দম্পতির, ভাইরাল ভিডিও ]

জানা গিয়েছে, কেন্দ্রের এই অনুরোধ পাওয়ার পরেই তৎপর হয়েছে টুইটার৷ খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সম্পর্কে কুরুচিকর ভিডিও আপলোড করায় ব়্যাপার হার্ড কউরের অ্যাকাউন্ট বন্ধ করল কর্তৃপক্ষ৷ সম্প্রতি টুইটারে আপলোড করা ২.২০ মিনিটের বিতর্কিত ভিডিওটিতে বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে খলিস্তানের পক্ষে সওয়াল করতে দেখা যায় এই ব়্যাপারকে৷ মুহূর্তের মধ্যে যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ এরপরই নড়েচড়ে বসে টুইটার কর্তৃপক্ষ৷ সঙ্গে সঙ্গে ব়্যাপার হার্ড কউরের বিরুদ্ধে পদক্ষেপ নেন তাঁরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement