Advertisement
Advertisement

২১ জুলাই ফের বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছে Jio

শোনা যাচ্ছে, জোড়া সুখবর দিতে চলেছে সংস্থা! জানেন কী সেগুলি?

Reliance Jio to launch 4G VoLTE phone at Rs 500 only
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2017 7:40 am
  • Updated:July 5, 2017 7:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসের পর মাস আনলিমিটেড ভয়েস কল, 4G ডেটা পরিষেবা দিয়ে সাধারণ মানুষকে ‘ডিজিটালি স্মার্ট’ করে তুলতে বড় ভূমিকা পালন করেছে রিলায়েন্স জিও। গ্রাহক সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেও অন্যান্য টেলিকম সংস্থাকে অনেকখানি পিছনে ফেলে দিয়েছে তারা। জিও গ্রাহকরা এখন যেন এক মুহূর্ত ইন্টারনেট ছাড়া থাকার কথা ভাবতেই পারেন না। তবে চলতি মাসেই শেষ হতে চলেছে বিনামূল্যে ডেটা পরিষেবার মেয়াদ। আর এমন সময় গ্রাহকদের মুখে হাসি ফোটাতে ফের উদ্যোগী মুকেশ আম্বানির সংস্থা। মোবাইল দুনিয়াকে চমকে দিয়ে এবার প্রায় জলের দামে 4G VoLTE মোবাইল ফোন বাজারে আনছে চলেছে রিলায়েন্স।

[চলতি মাসেই শেষ হচ্ছে Jio ‘সামার সারপ্রাইজ’ অফার, তারপর?]

সস্তায় নয়া ফোন আনার ইঙ্গিত আগেই দিয়েছিল জিও। আর এবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সেই কথাই নিশ্চিত করল। জানানো হয়েছে, চলতি মাসেই অত্যন্ত সস্তায় বাজারে নয়া 4G VoLTE মোবাইল আনছে জিও। তাঁদের রিপোর্টে বলা হয়েছে, এমন খবর নিশ্চিত করেছেন HSBC ডিরেক্টর এবং টেলিকম বিশ্লেষক রাজীব শর্মা। তিনি বলেন, “নিজেদের 2G গ্রাহকদের সরাসরি 4G গ্রাহকে পরিণত করতেই সস্তায় মোবাইল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই বাজারে আসছে জিওর 4G ফিচার ফোন। দাম? মাত্র ৫০০ টাকা। কিন্তু এই মূল্যে তো হ্যান্ডসেট তৈরি সম্ভব নয়। তার জন্য খরচ হচ্ছে কমপক্ষে ৬৫০ থেকে ৯৭৫ টাকা। আর প্রতিটি হ্যান্ডসেটের জন্য সেই অতিরিক্ত অর্থ নিজের পকেট থেকেই ব্যয় করবে জিও।”

Advertisement

[কীভাবে বুঝবেন আশেপাশে কারা আপনার ক্ষতি করতে চাইছে?]

আগামী ২১ জুলাই রিলায়েন্সের বার্ষিক সভাতেই নয়া ফিচার ফোনটির উদ্বোধন হবে বলেও জানানো হয়েছে। এখানেই শেষ নয়, চলতি মাসেই শেষ হওয়ার কথা ‘সামার সারপ্রাইজ’ ও ‘ধন ধনাধন’ অফার। তাই সেদিন নয়া ডেটা পরিষেবার কথাও ঘোষণা করতে পারে সংস্থা। এমনটাই জানাচ্ছে ওই সংবাদমাধ্যম। সম্প্রতি একটি সমীক্ষায় জানা গিয়েছে, আগামী এক বছরের মধ্যে ভারতে তিনজনের মধ্যে দু’জনই সস্তায় ভাল মেমোরি ও ব্যাটারি-যুক্ত 4G VoLTE ফোন কিনতে আগ্রহী হবেন। আর ইন্টারনেট স্পিডের কথা মাথায় রেখেই মাত্র ৫০০ টাকায় ফোন বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স। সংস্থার আশা, এবার সাধারণ মানুষও 4G VoLTE-র সুবিধা ভোগ করতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement