সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিকম ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, আসন্ন এপ্রিল মাস থেকে নাকি ১০০০ মিনিট কথা বলার পর জিও গ্রাহকদের মাশুল গুনতে হবে৷ এই গুজবের জেরে এখন টেলিকম দুনিয়ায় কান পাতা দায়৷ তবে কি সত্যি এপ্রিল মাস থেকে ফোন কলের জন্যও টাকা কেটে নেবে জিও? প্রশ্নটা সকলের মুখে মুখে ঘুরছে!
তবে সত্যিটা আপনি জেনে রাখুন৷ জিও সূত্রে জানানো হয়েছে, যে রিপোর্টটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেটি সম্পূর্ণ ভুল৷ জিও গ্রাহকরা আজীবন যে কোনও নেটওয়ার্কে ভয়েস কল সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন৷ সূত্রের খবর, জিও গ্রাহকরা যে কোনও টু-জি বা থ্রি-জি নেটওয়ার্কেও ফ্রি-তে ফোন করতে পারবেন৷ ফোর-জি রিচ ভয়েস কল বা সাধারণ ভয়েস কল করতে কোনও টাকা লাগবে না৷ কিন্তু যদি আপনি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ মারফত কল করেন, তাহলে সাধারণ ডেটা চার্জ আপনাকে দিতে হবে৷
গত সপ্তাহে সিএলএসএ-র একটি রিপোর্টে দাবি করা হয়, জিও-র ফ্রি ভয়েস কল পরিষেবা সীমাবদ্ধ করা হতে পারে৷ ১০০০ মিনিট কথা বলার পর(আনুমানিক ১৬.৬ ঘন্টা) শুধুমাত্র জিও-র নেটওয়ার্কেই ফ্রি-তে ফোন করা যাবে৷ অন্যান্য নেটওয়ার্ক যেমন ভোডাফোন বা এয়ারটেলের নম্বরে ফোন করতে নাকি পয়সা কাটবে জিও! কিন্তু রিলায়েন্স জিও কর্ণধার মুকেশ আম্বানি স্পষ্ট জানিয়েছেন, জিও গ্রাহকরা আজীবন ফ্রি-তে ভয়েস কল করতে পারবেন৷ গত ২১ ফেব্রুয়ারি তাঁর বক্তব্যের নির্যাস, “পয়লা এপ্রিল থেকে ভয়েস কলের জন্য কোনও চার্জ লাগবে না৷ এমনকী কোনও রোমিং বা ব্ল্যাকআউট ডে-ও থাকবে না৷”
সূত্রের খবর, গতবছরের সেপ্টেম্বর থেকেই মুকেশ আম্বানি একটি বিষয়ের উপর সংস্থার কর্মীদের বারবার জোর দিতে বলেন৷ তিনি বলেন, “গ্রাহকদের শুধুমাত্র একটি পরিষেবার জন্যই চার্জ দিতে হবে৷ ডেটা ছাড়া অন্য কোনও পরিষেবার জন্য যেন গ্রাহকদের টাকা না দিতে হয়৷” জিও গ্রাহকদের ভয়েস কলের জন্য কোনও টাকা দিতে হবে না৷ ভয়েস কলের জন্য টাকা দেওয়ার দিন শেষ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.