সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় টেলি-মার্কেটে রিলায়েন্স জিও পরিষেবা চালু হওয়ার পর থেকেই সময়টা মোটেও ভাল যাচ্ছে না ভারতী এয়ারটেল, ভোডাফোন বা আইডিয়ার৷ দেশের বৃহত্তম টেলিকম সার্ভিস প্রোভাইডারদের কার্যত কোণঠাসা করে ফেলেছে মুকেশ অম্বানির নয়া সংস্থা৷ বিনামূল্যে ফোন ও ফোর-জি ডেটা পেতে নিত্যদিন জিও-র গ্রাহকসংখ্যা বেড়েই চলেছে৷
এরই মধ্যে রিলায়েন্স জিও-কে ইন্টারকানেকশন না দেওয়ার অভিযোগে ভোডাফোন, ভারতী এয়ারটেল ও আইডিয়াকে ৩০৫০ কোটি টাকা জরিমানার সুপারিশ করল টেলিকম রেগুলেটরি অথিরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই৷ ডিপার্টমেন্ট অফ টেলিকম বা ডট-কে ট্রাইয়ের সুপারিশ, দেশের শীর্ষ টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের বদলে নিজেদের স্বার্থরক্ষা করেছে৷ এয়ারটেল ও ভোডাফোনের বিরুদ্ধে ১০৫০ কোটি টাকা, আইডিয়া সেলুলারের বিরুদ্ধে ৯৫০ কোটি টাকা জরিমানার সুপারিশ করেছে ট্রাই৷
রিলায়েন্স জিও-র অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাইয়ের এই কড়া সুপারিশ৷ মুকেশ অম্বানির সংস্থাটির অভিযোগ ছিল, এয়ারটেল নিজের বাজার দখলকে কাজে লাগিয়ে প্রতিযোগিতার শর্ত ভাঙছে। তারা অতিরিক্ত ‘পয়েন্ট অব ইন্টারকানেকশন্স’ (পিওআই) দিতে রাজি হলেও, বাস্তবে এয়ারটেল যতটা সংযোগ ভাগাভাগি করছে, তা জিও-র প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে জিও নম্বর থেকে ওই দুটি সার্ভিস প্রোভাইডারদের নম্বরে ফোন করলে ‘কল ড্রপ’ হয়ে যাচ্ছে৷ এভাবে প্রায় ৭৫ শতাংশ কল ড্রপ হয়েছে৷ জনগণের স্বার্থবিরোধী কাজ করার অভিযোগ তুলে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়ার বিরুদ্ধে ট্রাই একটি বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে টেলিকম মন্ত্রককে৷
অন্যদিকে, গ্রাহকদের জন্য ‘আজীবন ভয়েস কল ফ্রি’ চালুর রাখার কথা ঘোষণা করেছে রিলায়েন্স জিও৷ যদিও ট্রাই শনিবার জানিয়েছে, তিন মাসের বেশি কোনও মতেই এই ভয়েস কল ফ্রি দেওয়ার অফার দেওয়া যায় না৷ টেলিকমিউনিকেশন বিশেষজ্ঞদের বক্তব্য, সম্প্রতি ফোর-জি স্পিড কম থাকার রিপোর্ট প্রকাশ্যে আসার পরই চাপে পড়ে বাজার ধরে রাখতে এই লোভনীয় অফার দিল জিও৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.