Advertisement
Advertisement

Breaking News

‘ট্রাই-এর নির্দেশ সত্ত্বেও কেন সামার সারপ্রাইজ অফার দিচ্ছে Jio?’

আর ক'দিন সময় মিলবে ফ্রি ডেটা পাওয়ার জন্য?  

Reliance Jio flouting TRAI order by continuing Summer Surprise Offer, alleges Airtel
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 10, 2017 5:59 am
  • Updated:April 10, 2017 6:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিও-র ফ্রি ডেটা অফারে কার্যত নাভিশ্বাস উঠেছে ভারতী এয়ারটেলের৷ সম্ভবত তাই এবার ফের জিও-র বিরুদ্ধে ট্রাই-এর নির্দেশ অগ্রাহ্য করার অভিযোগ তুলল এয়ারটেল৷ এয়ারটেলের অভিযোগ, ট্রাই-এর নির্দেশ সত্ত্বেও সামার সারপ্রাইজ অফার চালু রেখেছে জিও৷ বরং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আরও দ্রুত গ্রাহককে রিচার্জের সুযোগ দেওয়া হচ্ছে৷ দেশের টেলি নিয়ামক সংস্থাকে অবিলম্বে এই বেনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন জানিয়েছে এয়ারটেল৷

[জনতার দাবিতে ফিরতে পারে Jio-র ‘সামার সারপ্রাইজ অফার’]

গত ৬ এপ্রিল টেলিকম মার্কেটে নবাগত জিও এক প্রেস বিবৃতিতে জানায়, ট্রাই-এর নির্দেশে দ্রুতই সামার সারপ্রাইজ অফার বন্ধ করে দেওয়া হবে৷ কিন্তু ঠিক কবে ওই অফার বন্ধ করা হবে, সেই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য জানায়নি মুকেশ আম্বানির নেতৃত্বাধীন সংস্থা৷ গত ৩১ মার্চ রাতে আচমকাই রিলায়েন্স কর্তা জানিয়ে দেন, ৩১ মার্চ জিও ‘প্রাইম’ মেম্বারশিপ নেওয়ার মেয়াদ ফুরোচ্ছে না বরং ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে৷

Advertisement

আরও জানানো হয়, ৩০৩ টাকার রিচার্জ করলে ‘সামার সারপ্রাইজ’ অফারের আওতায় আগামী তিন মাস ধরে প্রতিদিন ১ জিবি করে ফ্রি ফোর-জি ডেটা দেবে সংস্থা৷ কিন্তু তারপর ৬ এপ্রিল রাতে ফের সংস্থার তরফে জানানো হয়, জিও-র ‘সামার সারপ্রাইজ অফার’ প্রত্যাহার করা হচ্ছে৷ তবে শেষ তারিখ এখনও কিছু জানানো হয়নি৷ এই প্রেক্ষিতেই ভারতী এয়ারটেলের অভিযোগ, “রিলায়েন্স জিও কী করে এখনও প্রকাশ্যে সামার সরপ্রাইজ অফার দিয়ে যাচ্ছে? এতে ট্রাই-এর নির্দেশ অমান্য করা হচ্ছে৷”

[Jio গ্রাহকরা এখনও পাবেন ৩ মাসের ফ্রি 4G ডেটা, জেনে নিন কী করে]

ভারতী এয়ারটেলের এক মুখপাত্র সর্বভারতীয় সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমস-কে এক ইমেলে জানিয়েছেন, শুধু সামার সরপ্রাইজ অফারই চালু রাখেনি জিও, বরং সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় আগ্রাসী প্রচার চালাচ্ছে৷ এর বিরুদ্ধে ট্রাই-এর হস্তক্ষেপও দাবি করেছে এয়ারটেল৷ কলকাতা, মুম্বই ও দিল্লির বেশ কয়েকজন রিটেলার মনে করছিলেন, রবিবারই হয়তো সামার সারপ্রাইজ অফার গ্রহণের শেষ দিন৷ কিন্তু সোমবার সকাল পর্যন্ত জিও-র তরফে এমন কিছুই জানানো হয়নি৷ ট্রাই-এর শীর্ষ কর্তা জানিয়েছেন, নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই এই অফার বন্ধ করা যেত৷ তার জন্য প্রযুক্তিগত কোনও বাধা ছিল না৷ তবে ট্রাই একথাও জানিয়েছে, জিও-র নেটওয়ার্ক খুব বড়৷ সেক্ষত্রে কয়েকদিন সময় লাগতে পারে৷ তবে ১৫ এপ্রিল পর্যন্ত এই অফার দিতে পারে না জিও৷

তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী ২৪ ঘন্টাতেও যদি জিও সামার সারপ্রাইজ অফারের উইন্ডো বন্ধ করে দেয়, তাতেও সংস্থার বিশেষ কোনও ক্ষতি হবে না৷ কারণ, পূর্ব নির্ধারিত সময়সীমা ১৫ দিনের মধ্যে ১০ দিন কেটে গিয়েছে৷ বরং ট্রাই-এর নির্দেশ পেয়ে সাধারণ মানুষই তাড়াহুড়ো করে রিচার্জ করেছেন৷ সেটাই ছিল জিও-র আসল লক্ষ্য৷ ফ্রি পরিষেবা থেকে ধীরে ধীরে গ্রাহকদের ‘পেড সার্ভিস’-এর আওতায় নিয়ে আসায় টার্গেট ছিল জিও-র৷ এবার ধীরে ধীরে জিও ডিস্ট্রিবিউটার, চ্যানেল, পার্টনার ও পাবলিক ফোরামে অফার বন্ধ করে দেওয়ার ঘোষণা করতে পারে সংস্থাটি৷ ইতিমধ্যেই প্রায় ৭ কোটি ২০ লক্ষ গ্রাহক জিও-র সঙ্গে যুক্ত হয়েছেন৷ তবে সংস্থাটি চায় মত ১০ কোটি গ্রাহককে নিয়ে পেড সার্ভিসের যাত্রা শুরু করতে৷

[এভাবেই প্রতিদিন ২ জিবি করে ফ্রি 4G ডেটা পাবেন Jio-তে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement