Advertisement
Advertisement

Breaking News

রিলায়েন্সের নয়া হোলি স্পেশ্যাল অফার

শুধু 4G গ্রাহকদের জন্য নয়, 3G এবং 2G গ্রাহকদের জন্যও৷

Reliance Jio brings special Holi offer for customers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 11, 2017 9:30 am
  • Updated:March 11, 2017 9:30 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ কয়েক বাদেই যাত্রা শুরু করবে জিও প্রাইম প্ল্যান৷ ঘটা করে সেই কথা জানিয়ে দিয়েছেন দাদা মুকেশ আম্বানি৷ এবার ভাই অনিল আম্বানির পালা৷ গ্রাহকদের জন্য হোলি স্পেশ্যাল অফার নিয়ে এসেছে অনিলের রিলায়েন্স কমিউনিকেশন৷

ছত্তিশগড়ে সিআরপিএফের ওপর মাওবাদীদের হামলা, মৃত অন্তত ১১ জওয়ান

Advertisement

নতুন এই অফারের নাম দেওয়া হয়েছে ‘জয় অফ হোলি’৷ যাতে নতুন 4G গ্রাহকদের মাত্র ৪৯ টাকার বিনিময়ে ১ জিবি ডেটা দেওয়া হচ্ছে৷ আর ১৪৯ টাকায় দেওয়া হবে ৩ জিবি 4G ডেটা৷ সঙ্গে বাড়তি পাওনা আনলিমিটেড ফ্রি লোকাল ও এসটিডি ভয়েস কল৷ ২৮ দিন পর্যন্ত এই সুবিধা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা৷

মোদি ম্যাজিকে ফিকে মহাজোট, উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়

শুধু 4G গ্রাহকদের জন্য নয়, রিলায়েন্সের হোলি স্পেশ্যাল অফার রয়েছে 2G এবং 3G গ্রাহকদের জন্যও৷ মাত্র ৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে মিলবে আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা৷ সঙ্গে বাড়তি পাওনা ২০ টাকার টক টাইম৷ 4G এখন দেশে রমরমিয়ে চলছে৷ তবে 3G ও 2G-র বাজার এখনও অনেকটা বিস্তৃতি৷ কারণ অনেকের কাছেই 4G-র উপযুক্ত হ্যান্ডসেট নেই৷ সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রিলায়েন্স কমিউনিকেশনের সিইও গুরদীপ সিং৷

বহুতল থেকে রং ছুড়লে হতে পারে হাজতবাসও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement