Advertisement
Advertisement

Breaking News

ফের চমক! এবার GST স্পেশ্যাল অফার নিয়ে হাজির Jio

আবার দেদার ৪জি ডেটার লোভনীয় অফার...

 Reliance Jio announces GST Starter Kit
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2017 10:35 am
  • Updated:July 6, 2017 10:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশের কর ব্যবস্থায় আমূল সংস্কার এনেছে কেন্দ্র। চালু হয়েছে পণ্য-পরিষেবা কর বা জিএসটি। প্রাক জিএসটি সেল নিয়ে এক সময় মেতে ছিল দেশ। তবে এই এক কর চালু হওয়ার পর সবথেকে বড় অফারটি নিয়ে এল মুকেশ আম্বানির সংস্থা জিও। নয়া অফারে প্রায় ২৪ জিবি ফ্রি ৪জি ডেটা দিতে চলেছে সংস্থাটি।

Advertisement

চলতি মাসেই শেষ হচ্ছে Jio ‘সামার সারপ্রাইজ’ অফার, তারপর? ]

কীভাবে মিলবে এই পরিষেবা? সংস্থার পক্ষে থেকে জানানো হয়েছে, নয়া জিএসটি স্টার্টার কিট এনেছে তারা। জিও ওয়াইফাই ডিভাইসের জন্য মিলবে এই কিট। যাতে ২৪ জিবি পর্যন্ত ফ্রি ৪জি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল পাবেন গ্রাহকরা। এই কিটের দাম ১৯৯৯ টাকা।

Jiofi1 (1)

জিএসটি সুবিধা প্রোভাইডার কর্মসূচির অংশ মুকেশ আম্বানির সংস্থাটি। নয়া জিএসটি আইনে করদাতাদের সুবিধা করতেই এই কর্মসূচি। জিএসটি স্টার্টার কিটের সঙ্গেই থাকবে জিএসটি ট্যাক্স সলিউশন। যেখানে গ্রাহকদের রেকর্ড রাখা সুবিধা হবে রিটেলারদের।

[ ২১ জুলাই ফের বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছে Jio ]

কীভাবে পাবেন এই কিট? জিও-র ওয়েবসাইটে গিয়ে এই কিটের অর্ডার দিতে হবে। তারপর যে কোনও রিলায়েন্স ডিজিটাল স্টোরে গিয়ে জিও সিম নিতে হবে। দুটিই হাতে এলে ফের সাইটে গিয়ে কিছু জরুরি তথ্য দিতে হবে। তাহলেই চালু হয়ে যাবে এই বিশেষ উপহার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub