Advertisement
Advertisement

Breaking News

এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio

ঢের পিছিয়ে Airtel, Vodafone...

Reliance Jio 4G Data Download Speed Fastest in India in February: TRAI Data
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 6, 2017 12:53 pm
  • Updated:March 6, 2017 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোর-জি ডেটা ডাউনলোড স্পিডের বিচারে জানুয়ারি মাসে রিলায়েন্স জিও ছিল সকলের শেষে৷ কিন্তু ফেব্রুয়ারিতে সেই ছবিটাই যেন উল্টে গেল৷ ট্রাইয়ের মাই স্পিড অ্যাপ মোতাবেক, ফোর-জি ডাউনলোড স্পিডের বিচারে এখন মার্কেটে সেরা স্থানে রয়েছে রিলায়েন্স জিও৷ ভারতে এখন ফোর-জি মোবাইল ডাউনলোড স্পিডের বিচারে দ্রুততম পরিষেবা দিচ্ছে রিলায়েন্স জিও৷

(সারপ্রাইজ অফার: ১৩ মার্চ থেকে দেদার ফ্রি ডেটা দেবে এয়ারটেল)

ট্রাইয়ের ডেটা বলছে, এবছরের ফেব্রুয়ারি মাসে জিও-র রেজিস্টার্ড স্পিড ১৭.৪২ এমবিপিএস৷ এয়ারটেল ও আইডিয়ার চেয়ে ঢের এগিয়ে মুকেশ আম্বানির সংস্থা৷ আইডিয়ার ফোর-জি ডেটা ডাউনলোড স্পিড ১২.২১৬ এমবিপিএস৷ এয়ারটেল আরও পিছিয়ে, তাদের স্পিড ১১.২৪৫ এমবিপিএস৷ তালিকায় পিছনের সারিতে রয়েছে ভোডাফোন৷ ট্রাই জানিয়েছে, ভোডাফোনের স্পিড ৮.৩৩৭ এমবিপিএস৷

Advertisement

(নয়া নিয়ম SBI-এর, টাকা জমা দিলেও এবার দিতে হবে বাড়তি চার্জ)

তবে এটাই কিন্তু জিও-র সর্বোচ্চ স্পিড নয়৷ ২০১৬-র ডিসেম্বরে জিও-র ফোর-জি ডাউনলোড স্পিড ছিল ১৮.১৪৬ এমবিপিএস৷ ট্রাইয়ের তথ্য বলছে, এয়ারটেল ও ভোডাফোনের ফোর-জি পরিষেবার মান পড়েছে৷ এয়ারটেলের ফোর-জি ডাউনলোড স্পিড ১১.৮৬২ থেকে কমে হয়েছে ১১.২৪৫৷ ১০.৩০১ এমবিপিএস থেকে ভোডাফোনের ফোর-জি ডেটা ডাউনলোড স্পিড কমে দাঁড়িয়েছে ৮.৩৩৭ এমবিপিএস৷

(আরও খুশির খবর, Jio গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ জিবি ফ্রি ডেটা)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement