সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করে তাক লাগিয়ে দিয়েছিল রিলায়েন্স জিও। নিখরচায় ইচ্ছেমতো মোবাইল ডেটা ব্যবহারের স্বাধীনতা পেয়েছিলেন গ্রাহকরা। ডিজিটাল ভারত গড়ার ক্ষেত্রে এই পদক্ষেপ ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের ইন্টারনেট ব্যবহারের মানসিকতায় বড়সড় পরিবর্তন এনেছিলেন রিলায়েন্স মালিক মুকেশ আম্বানি। এবার বিরাট বদল আসতে চলেছে দেশের টেলিভিশনের ডিটিএইচ পরিষেবার জগতেও। সৌজন্যে আর এক রিলায়েন্স কর্তা অনিল আম্বানি। দোলের আনন্দ দ্বিগুণ করতে ফের ‘বিনামূল্যে’ আকর্ষণীয় অফার নিয়ে হাজির রিলায়েন্স।
ছোটপর্দায় চোখ রাখতে এখন প্রতিটি পরিবারেরই মাসে অন্তত ৩০০ টাকা খরচ হয়। তারপর পে-চ্যানেল, এইচডি চ্যানেলের জন্য আরও অনেকটা গাঁটের কড়ি খরচ হয়। কিন্তু সেসব এবার অতীত হতে চলেছে। এবার টিভি দেখতে প্রতি মাসে আর খরচ করতে হবে না। সৌজন্যে রিলায়েন্স বিগ টিভি ডিটিএইচ পরিষেবা। এই পরিষেবায় এবার থেকে পাঁচ বছরের জন্য ৫০০টি ফ্রি-চ্যানেল দেখা যাবে বিনামূল্যে। শুধু তাই নয়, এক বছরের জন্য এইচডি পে-চ্যানেলগুলিও দেখা যাবে কোনও টাকা খরচ না করেই। রিলায়েন্স বিগ টিভি ডিরেক্টর বিজেন্দর সিং জানান, ১ মার্চ, বৃহস্পতিবার থেকেই শুরু এই পরিষেবা চালু হচ্ছে। ভাবছেন তো, পরিষেবা বিনামূল্যে পেলেও মোটা টাকা খরচ করে সেট টপ বক্সটি কিনতে হবে? না, সেটিও মিলবে বিনামূল্যে। এবার জেনে নিন এক বছরের জন্য নিখরচায় এইচডি চ্যানেল দেখতে কী করতে হবে।
বুকিংয়ের ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই রিলায়েন্স বিগ টিভি পরিষেবা চালু হয়ে যাবে। একজন ব্যক্তি একসঙ্গে পাঁচটি কানেকশন বুক করতে পারবেন আপাতত। তবে প্রতিটি বক্সের ইনস্টলেশন চার্জ হিসেবে ২৫০ টাকা দিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.