Advertisement
Advertisement
Lifestyle News

সঙ্গমের ভিডিও তুলে রাখছেন সঙ্গী? জেনে নিন কীভাবে সামলাবেন পরিস্থিতি

বড় কিছু ঘটার আগে এখনই সাবধান হন।

Here is What to do if your partner records your video without consent| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 27, 2023 4:20 pm
  • Updated:October 27, 2023 4:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে মধ্য়েই খবরে আসে প্রেমিক-প্রেমিকার যৌনতার ভিডিও সোশাল মিডিয়ায় টুক করে ফাঁস হয়ে গিয়েছে। তার পর সমাজে মুখ দেখাতে পারেন না যুবক-যুবতী। এই নিয়ে অনেক ছবিও তৈরি হয়েছে বলিউডে কিংবা হলিউডে। বিশেষজ্ঞরা বলছেন, ইদানিং অদ্ভুত একটা ট্রেন্ড। নিজের ব্যক্তিগত সময়কেও অনেকেই মোবাইলে ধরে রাখতে চাইছেন। তবে এই ট্রেন্ড অনেক সময়ই অপরাধের সৃষ্টি করছে। বিশেষ করে কোনও কারণে যদি ব্রেকআপের ঘটনা ঘটে, তাহলে অনেকেই এই সমস্ত ভিডিওর মাধ্যমে হুমকি দিচ্ছেন। এমন খবর চোখে পড়ে আজকাল। আপনার সঙ্গীও যদি এ ধরনের আচরণ করেন, তাহলে কীভাবে পরিস্থিতি সামাল দেবেন?

১) অন্তরঙ্গ মুহূর্তের সময় যদি দেখেন আপনার সঙ্গী মোবাইল ফোন দিয়ে পুরো রতিক্রিয়া রেকর্ড করছেন। তাহলে প্রথমেই না করুন। সোজা জানান আপনার আপত্তির কথা। দরকার পড়লে রতিক্রিয়া বন্ধ করে প্রতিবাদ করুন।

Advertisement

Four arrested for making video of couple in hotel room and trying to extort money

[আরও পড়ুন: যৌন জীবন একঘেয়ে? নতুন ৪ কৌশলে আগুন জ্বালান ফিকে হওয়া আদরে]

২) আগে থেকেই যদি সঙ্গীর এ ধরনের ইচ্ছের কথা জানতে পারেন, তাহলে পরিষ্কার আপনার যে বিষয়টি পছন্দ নয়, তা জানিয়ে দিন।

৩) প্রথম দিনই সঙ্গীকে জানিয়ে দিন এধরনের ভিডিও রেকর্ড করতে আপনি স্বচ্ছন্দ্য নয়।

Here is why you always feel like peeing during intimacy

৪) যদি দেখেন ব্যক্তিগত ভিডিও নিয়ে কথায় কথায় হুমকি দেওয়ার চেষ্টা করছেন আপনার সঙ্গী, তাহলে প্রথমেই পুলিশের সাহায্য নিন। কেননা, ভবিষ্যতে তা বড় আকার নিতে পারে।

[আরও পড়ুন: প্রেমে পড়ার পর প্রথম পুজো? জমজমাট হোক এই ৬ উপায়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement