সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছরের ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ ২৫ বছরের স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। মার্কিন মুলুকের (US) ভার্জিনিয়ার (Virginia) এক স্কুলে পড়াতেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনের সূত্রে জানা যাচ্ছে, হেনরিকো কাউন্টির হাঙ্গারি ক্রিক মিডল স্কুলের শিক্ষিকা মেগান পলিন জর্ডন নিজের অপরাধ কবুলও করে নিয়েছেন।
প্রসঙ্গত, ১৭ বছরের কম বয়সি ছেলেমেয়েদের যৌনতায় সম্মতি দেওয়ার আইনি অধিকার নেই ভার্জিনিয়ায়। হেনরিকো কাউন্টির কমনওয়েলথ অ্যাটর্নি শ্যানন টেলর জানাচ্ছেন, ২০২২-২৩ সালেই মেগানের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরের। এবং ওই সময় বহুবার ছাত্রের বাড়িতে গিয়েই তার সঙ্গে শরীরী খেলায় মেতে উঠতেন বিবাহিতা তরুণী। কিশোরের বিছানায় অভিযুক্ত শিক্ষিকার ডিএনএ পাওয়া গিয়েছে। ২০২৩ সালের জুনে গ্রেপ্তার করা হয় মেগানকে। দোষ স্বীকার করে নেওয়ার ফলে সর্বোচ্চ ৫০ বছরের জেলের সাজা হতে পারে তরুণীর। আগামী ২০ মে তাঁর সাজা ঘোষণা।
এমন ঘটনা অবশ্য বিরল নয় আমেরিকায়।। কয়েক দিন আগেই নাবালক ছাত্রের সঙ্গে যৌনতায় দোষী সাব্যস্ত হন আর এক শিক্ষিকা। ৩৩ বছরের হিথার হেয়ার যাবজ্জীবন সাজার মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে গ্রেপ্তার হন তিনি। সব মিলিয়ে ২০ থেকে ৩০ বার কিশোর পড়ুয়ার সঙ্গে তিনি মিলিত হন। কখনও নিজেরর বাড়িতে, কখনও গাড়িতে, কখনও ক্লাসরুমে, এমনকী পার্কিং লটেও। একবার স্কুল ট্রিপেও ছাত্রটির সঙ্গে তিনি যৌনতা করেছিলেন বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.