সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাসে, ট্রামে যাচ্ছেন। কিংবা মেট্রোতে রয়েছেন। হঠাৎ করেই শক্ত হয়ে উঠল আপনার লিঙ্গ! মারাত্মক অস্বস্তি! কিংবা অফিসে বসে আছেন, মন দিয়ে কাজ করার মাঝেই হঠাৎ করে শুরু হল লিঙ্গের ওঠা-নামা! নাহ, শুধুই যে যৌনতার চিন্তার ফলে এমনটা ঘটে, তা কিন্তু নয়। বিশেষজ্ঞরা বলছেন, এরকম সমস্যা হতে পারে অন্যকারণে। নাহ, এটা কোনও যৌনরোগও নয়।
যৌনবিশেষজ্ঞদের কথায়, সারা রাতে ঘুমন্ত পুরুষের অন্তত ৫-৬ বার লিঙ্গ দৃঢ় হয়ে ওঠে। এই দৃঢ় হওয়ার নেপথ্যে সব সময় যৌন চিন্তার হাত থাকে না। আসলে পুরুষাঙ্গ খুবই সংবেদনশীল। কোনও নরম জিনিসের স্পর্শ পেলেই লিঙ্গ দৃঢ় হয়ে যায়। ঠিক এমনটাই ঘটতে পারে দিনের বেলাতেও। তবে ইচ্ছে করলেই এরকম সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে।
১) অতিরিক্ত টাইট অন্তর্বাস পরবেন না। পুরুষাঙ্গ খুবই সংবেদনশীল। তাই অতিরিক্ত চাপ লাগলে, দৃঢ় হতে পারে লিঙ্গ।
২) অফিসে বসে এই সমস্যা সম্মুখীন হলে। চেষ্টা করুন চেয়ার থেকে উঠে দাঁড়াতে। একটু হাঁটা চলা করুন।
৩) ঝটপট বাথরুমে গিয়ে অন্তর্বাস ঠিক করে নিন। কিংবা মূত্রত্য়াগ করুন।
৪) যদি যৌনচিন্তা মাথায় আসে, তাহলে ঝটপট তা দূর করতে এমন কিছু করুন, যার ফলে আপনার মনযোগ ঘুরে যাবে।
৫) যৌন বিশেষজ্ঞা মনে করেন, নিয়ম মেনে হস্তমৈথুন না করলে এমনটা হতে পারে। তাই যৌন ইচ্ছা চেপে রাখবেন না। এতে সমস্যা বাড়তে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.