Advertisement
Advertisement

Breaking News

Relationship Tips

যৌন পালক! এক ছোঁয়াতেই সঙ্গীর শরীরে উঠবে ঝড়

ট্রাই করে দেখতেই পারেন।

try these new intimate tips for good relationship
Published by: Akash Misra
  • Posted:April 5, 2024 9:26 pm
  • Updated:April 5, 2024 9:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের চাপে রোজই স্ট্রেস বাড়ছে। তাই বাড়ি ফিরে ক্লান্তবোধ করাই স্বাভাবিক। বিছানায় সঙ্গীর সঙ্গে আদুরে খেলায় তাই আর মন, শরীর, কিছুই সায় দেয় না। তাই যৌন জীবনও হয়ে ওঠে বোরিং। পাশ্চত্যে যৌনতাকে মধুর বানাতে নানা ধরনের কায়দা বা প্রপ ব্যবহার করা হয়। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেদার বা পালক। এক্ষেত্রে অনেক সময়ই ময়ূরের পালক, পায়রার পালক কিংবা কৃত্রিম পালক ব্যবহার করা হয়। তবে ব্যবহার করারও রকমফের রয়েছে।

১) ফোরপ্লেতেই কাজে লাগান পালককে। সঙ্গমের শুরুতে জিভের ব্যবহার বাড়িয়ে তুলুন। সঙ্গিনীর সারা শরীরে পালক বুলিয়ে নিন। বিশেষ করে আপনার পালকের টার্গেট হোক সঙ্গিনীর নাভি ও গোপনাঙ্গ! তবে এ ব্যাপারে একেবারেই তাড়াহুড়ো নয়। পুরো ব্য়াপারটা হোক স্লো বাট স্টেডি।

Advertisement

[আরও পড়ুন: এক ঢিলে দুই পাখি! সঙ্গমের আনন্দের মাঝেই পান ওয়ার্কআউটের উপকারিতাও]

২) সঙ্গিনীর নরম ঠোঁটে যখন আপনার গরম ঠোঁট রাখবেন, তখন পালক চলুক শরীরের অন্য় অংশে। আলতো করে ছুঁয়ে যাক সঙ্গিনীর আপদমস্তক। আলতো করে ছুঁয়ে ফেলুন গোপনাঙ্গ। দেখবেন আপনার সঙ্গিনী কিন্তু আপনার আদরে ডুবে যেতে একেবারে তৈরি।

৩) সঙ্গমের শুরুতেই সঙ্গীর কানের পাশে আলতো করে পালক বুলিয়ে দিন। প্রয়োজনে কানের পিছনে পালক দিয়ে হালকা করে সুড়সুড়ি দিন। দেখবেন শরীর জুড়ে শিহরণ জাগবে।

৪) মহিলারা বরং যৌনতার সময় পুরুষের বুকের মাঝে পালক বুলিয়ে নিন। আর সঙ্গে চলতে থাকুক যৌনক্রিয়া। এক্ষেত্রে পালক বুলিয়ে দিন সঙ্গীর গলা থেকে একেবারে যৌনাঙ্গ পর্যন্ত।

[আরও পড়ুন: স্বপ্নে প্রাক্তনের সঙ্গে সঙ্গমে মত্ত! এর অর্থ জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement