Advertisement
Advertisement

জানেন, এবছর কোন ধরনের পর্ন বেশি দেখলেন মহিলারা?

জানলে চমকে যাবেন৷

  This was the most searched term of 2018
Published by: Tanujit Das
  • Posted:December 16, 2018 6:13 pm
  • Updated:December 16, 2018 7:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতার বিষয়ে মানুষের আগ্রহ ও আকাঙ্ক্ষা সর্বদাই তুঙ্গে থাকে৷ বিভিন্ন সমীক্ষায় আগেই প্রকাশিত হয়েছে দিনদিন পর্নের প্রতি আসক্তি ও আগ্রহ বাড়ছে মানুষের৷ কিন্তু এখন প্রশ্ন হল, কোন ধরনের পর্ন দেখতে বেশি পছন্দ করছে সাধারণ মানুষ বা কোন ধরনের পর্নের চাহিদা বাড়ছে মানুষের মধ্যে৷ ২০১৮-র শেষে এসে সেই প্রশ্নেরই উত্তর দিল বিশ্বের সবচেয়ে প্রচারিত দুটি পর্নসাইট, পর্নহাব ও ইউপর্ন৷

[পিরামিডের উপর অবাধ যৌনতায় মাতলেন দম্পতি, ভাইরাল ভিডিও]

Advertisement

সম্প্রতি ‘ইয়ার ইন রিভিউ’ বলে একটি সমীক্ষা প্রকাশ করেছে পর্নহাব ও ইউপর্ন৷ যেখানে দেখা গিয়েছে, এই দুটি সাইটে বছরে প্রায় ৪০ বিলিয়ন উপভোক্তা প্রবেশ করে৷ যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি৷ এমনকী, এই সাইট দুটিতে গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেড়েছে মহিলা উপভোক্তার সংখ্যা৷ তবে গুরুত্বপূর্ণ বিষয় এটা নয়৷ গুরুত্বপূর্ণ বিষয় হল, কোন ধরনের পর্নের প্রতি আসক্তি বাড়ছে মহিলাদের বা কোনও ধরনের পর্নের টানে বারবার পর্নসাইটগুলিতে ঢুকছেন মহিলারা? এই প্রশ্নেরই উত্তর দিলেন পর্নহাবের সেক্সুয়াল উইলনেস সেন্টারের ডিরেকটর লাউরিয়ে বেটিটো৷

[সতীত্বের নিলাম! কেন এমন সিদ্ধান্ত নিলেন ব্রিটিশ তরুণী]

তিনি জানালেন, যতদিন যাচ্ছে ‘লেসবিয়ান’ পর্নের প্রতি আসক্তি বাড়ছে মহিলাদের৷ গত বছরের তুলনায় পর্নহাবেই ১৫১ শতাংশ বেড়েছে লেসবিয়ান পর্নের চাহিদা৷ পর্নহাবের বিচারে পুরুষদের পছন্দের তালিকার ছ’নম্বরে রয়েছে লেসবিয়ান পর্ন এবং ইউপর্নের বিচারে পুরুষদের পছন্দের তালিকার দশম স্থানে রয়েছে মহিলা সমকামী পর্নের চাহিদা৷ কিন্তু এই দুটি সাইটের বিচারেই মহিলাদের পছন্দ তালিকার শীর্ষে রয়েছে ‘লেসবিয়ান সেক্স’৷ পর্নহাব ও ইউপর্নে ঢুকে মহিলাদের সবচেয়ে বেশি লেসবো পর্নের সার্চ করতেই দেখা গিয়েছে৷ কিন্তু কেন, সমকামের প্রতি ঝোঁক বাড়ছে মহিলাদের? এর উত্তর দিয়েছেন সেক্সোলজিস্ট টিমরি স্মিথ৷ তিনি জানিয়েছেন, এর অন্যতম কারণ হল বিভিন্ন বিষয়ে পুরুষ-মহিলাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া, অসমতা তৈরি হওয়া এবং মহিলাদের মধ্যে রোমাঞ্চ খোঁজের প্রবণতা বৃদ্ধি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement