Advertisement
Advertisement

Breaking News

যৌন উত্তেজক ওষুধ

যৌন সম্পর্কে শীতলতা কাটাতে একসঙ্গে ৭টি ওষুধ খেলেন দম্পতি, তারপর…

এ-ও সম্ভব?

This US couple consumes 14 pills to get ultimate satisfaction
Published by: Sayani Sen
  • Posted:June 6, 2019 3:47 pm
  • Updated:June 6, 2019 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী-স্ত্রী একসঙ্গে একই বাড়িতে থাকেন৷ কিন্তু কেউই যৌন মিলনে এতটুকু আগ্রহী নন৷ বিশেষ কাজ দেয়নি যৌন উত্তেজনাবর্ধক ওষুধও৷ বিছানায় ঝড় তুলতে তাই আমেরিকার এক দম্পতি এবার যা করলেন, তা জানলে অবাক হবেন আপনিও৷

[ আরও পড়ুন: ৪৮ ঘণ্টা অন্তর মিলনেই সর্বাধিক সুখ, দাবি বিশেষজ্ঞের]

বিয়ের বয়স খুব বেশিদিন নয়৷ তবে কাজের ব্যস্ততায় স্বামীর সঙ্গে দেখা হয় কম৷ সেভাবে একসঙ্গে দুজনে সময় কাটানো হত না তাঁদের৷ সম্পর্কের শুরুতে যদিও বাড়িতে একসঙ্গে থাকাকালীন শরীরী খেলায় মেতে উঠতেন দু’জনেই৷ কিন্তু বর্তমানে সেই আগ্রহেও ভাঁটার টান৷ যৌন অনীহা ছায়া ফেলেছিল সম্পর্কেও৷ বৈবাহিক জীবন কেমন যেন উচ্ছ্বাসহীন হয়ে গিয়েছিল তাঁদের৷ বাধ্য হয়ে পরামর্শ নেন চিকিৎসকের৷ তাঁর পরামর্শ মতো যৌন আকাঙ্ক্ষা বাড়ানোর জন্য ওষুধ খান দম্পতি৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ বরং যে তিমিরে ছিলেন তাঁরা, সেই একই অবস্থায় রয়ে গেছেন৷ একসঙ্গে থাকলেও আর একে-অপরকে ছুঁয়ে দেখার ইচ্ছা হয় না তাঁদের৷ ফলস্বরূপ মন খারাপ, ঝগড়াঝাটি লেগেই থাকত৷

Advertisement

এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অবাক কাণ্ড ঘটালেন আমেরিকান দম্পতি৷ বিদেশি এক ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, একদিন তাঁরা মনে মনে স্থির করেন শরীরী খেলায় যেভাবেই হোক মাতবেন৷ তাই সাতটি সাত রকমের সেক্স পিল কিনে আনেন৷ কুপ্রভাবের কথা ভাবনাচিন্তা না করে স্বামী-স্ত্রী দুজনেই ওই ওষুধগুলি খেয়ে ফেলেন৷ ওষুধগুলির মধ্যে ছিল ভায়াগ্রাও৷ ওষুধ খাওয়ার পর বিছানায় উঠে পড়েন দম্পতি৷ যৌন উত্তেজক ওষুধ খাওয়ার ফলে মিলনে অনীহা প্রায় চলে গিয়েছিল তাঁদের৷ পরিবর্তে বিছানায় ওঠে তুফান৷ উদ্দাম যৌনতায় মেতে ওঠেন তাঁরা৷ ওই রাতে কমপক্ষে ১২ বার যৌন সঙ্গম করেন বলেই হাসিমুখে জানান দম্পতি৷

[ আরও পড়ুন: যৌন মিলনে তৃপ্ত নন মহিলারা, কী জবাব ‘অপমানিত’ পুরুষকুলের?]

বিশেষজ্ঞদের মতে, একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মানসিক সম্পর্কের পাশাপাশি যৌনতাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ৷ যৌন মিলনে অনীহার জেরে দাম্পত্য সম্পর্কও প্রায় তলানিতে এসে ঠেকেছিল৷ কিন্তু ওই রাতের পর থেকে আবারও একে-অপরকে নতুনভাবে আবিষ্কার করেছেন দম্পতি৷ তাঁদের দাবি, গোটা পৃথিবীটাই যেন বদলে গিয়েছিল৷ আবার নতুন করে প্রেমে পড়ে গিয়েছেন একে-অপরের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement