Advertisement
Advertisement
Love in Puja

পুজোয় ফুটুক প্রেমের ফুল, ভালবাসার মানুষের মন পেতে এই বিষয়গুলি খেয়াল রাখুন

এবার পুজোয় দুগ্গা দুগ্গা বলে প্রেম সাগরে ডুব দিয়েই দিন।

This Durga Puja Follow these love tips for a fresh start | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Suparna Majumder
  • Posted:October 2, 2022 7:36 pm
  • Updated:October 2, 2022 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুগ্গা দুগ্গা বলে সপ্তমীও প্রায় কেটে গেল। এখনও অষ্টমী, নবমী, দশমী বাকি। হাতের এই সময়টা বিফলে যেতে দেবেন না। বেরিয়ে পড়ুন নতুন প্রেমের সন্ধানে। আর প্রেমের সম্ভাবনা যে সম্পর্কে রয়েছে, তা আরও পোক্ত করে তুলুন। ভাললাগার মানুষটাকে বুঝিয়ে দিন ভালবাসার গুরুত্ব। আর তা করতে গিয়ে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। 

Love-1
ছবি: প্রতীকী

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুজোর (Durga Puja 2022) এই সময়েই প্রেমের ফুল সুন্দরভাবে বিকশিত হতে পারে যদি একটু চেষ্টা থাকে। কীভাবে? 

Advertisement

অল্পেতে বিরক্ত হবেন না। বিরক্ত হলেও তা প্রকাশ করবেন না। এই সময় শহরের রাস্তায় যানজট খুবই স্বাভাবিক একটি বিষয়। তাই সঙ্গী যদি সময়মতো আসতে না পারেন তাহলে বিরক্তি প্রকাশ করবেন না। 

ভিড়ে ঠাকুর দেখতে গেলেও নজর সঙ্গীর দিকেই রাখবেন। তাঁর সুবিধা-অসুবিধার খেয়াল  আপনাকেই রাখতে হবে। ভিড়ের মধ্যে হাতটি আলতো করে ধরে নেবেন। আপনি যে তাঁর কতটা কেয়ার করেন, তা এই টুকরো টুকরো জিনিসেই বুঝিয়ে দেবেন। 

[আরও পড়ুন: উৎসবের মরশুমে ‘ডেস্টিনেশন’ পাহাড়, রইল একগুচ্ছ অফবিট পর্যটন কেন্দ্রের ঠিকানা ]

পুজোয় পেটপুজো মাস্ট। কোন খাবার খাবেন, তা ঠিক করার আগে সঙ্গীর পছন্দ জেনে নিন। তিনি কী খেতে চান? তা জানা খুবই প্রয়োজন। আবার খাবারের মূল্য দেওয়ারও চেষ্টা করবেন। প্রয়োজনে ভাগাভাগি করে নেবেন। এতে বোঝাতে পারবেন, আপনার জীবনে তাঁর সমান অধিকার। 

Love

উৎসবের মেজাজে উপহার পেতে অনেকেরই ভাল লাগে। হ্যাঁ, খুব দামি কিছু যে দিতে হবে এমন কোনও কথা নেই। কিন্তু রাস্তার পাশ থেকে একটি গোলাপ ফুল কিনে এনেও পছন্দের মানুষকে সারপ্রাইজ দিতে পারেন।

শারদীয়ার এই মরশুমে নতুন প্রেম শিউলি ফুলের মতো সুবাস ছড়িয়ে দেয় জীবনে। ভবিষ্যতের কথা ভবিষতের জন্য রেখে বর্তমানকে সুন্দর করে সাজিয়ে তুলুন। 

[আরও পড়ুন: অফিসের পর প্যান্ডেল হপিং? কম সময়ে ক্লান্তি কাটিয়ে কীভাবে হয়ে উঠবেন মোহময়ী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement