ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনে পড়ছে আপনার মনের মানুষের সঙ্গে প্রথম দিন দেখা করার কথা? নিশ্চয়ই কথা বলতে বলতে কোনও রেস্তরাঁয় গিয়ে বসেছিলেন? খাওয়াদাওয়া, হাতে হাত৷ ব্যস! তারপর থেকে একই পথে পথচলা শুরু৷ তবে শুধু আপনি নন, বেশিরভাগ মানুষই প্রথম সাক্ষাতের জন্য রেস্তরাঁকে বেছে নেন৷ কিন্তু তা বলে সব প্রেমই যে পরিণতি পায়, তা ভাবা কিন্তু ঠিক নয়৷ সমীক্ষা বলছে প্রেমের গাড়ি দুরন্ত গতিতে ছোটার পরিবর্তে নাকি থেমে যাওয়ার প্রবণতাই সবচেয়ে বেশি৷ শুধুমাত্র ভাল খাবার খাওয়ার জন্য এক তৃতীয়াংশ মহিলাই নাকি প্রথম সাক্ষাতের জন্য রেস্তরাঁকে বেছে নেন৷
আজুসা প্যাসিফিক ইউনির্ভাসিটির তরফে ৮২০জন তরুণীকে নিয়ে একটি সমীক্ষা করা হয়৷ বেশ কয়েকটি প্রশ্নও তৈরি করেছিলেন গবেষকরা৷ প্রথম সাক্ষাতের জন্য কেন রেস্তরাঁকে বেছে নেওয়া হয়, মূলত সেই প্রশ্নই করা হয় তরুণীদের৷ বেশিরভাগ মহিলাই উত্তরে বলেছেন, প্রথম সাক্ষাতের আগে নাকি মন দেওয়া নেওয়া নিয়ে এত কিছু ভাবেননি তাঁরা৷ রেস্তরাঁয় বসেও গল্পগুজবের সময় কিছুই ভাবেননি৷ পরিবর্তে রেস্তরাঁর খাবার নিয়ে ভেবেছেন৷ রেস্তরাঁ থেকে ফিরে আসার পর হয়তো ওই যুবককে মনের মানুষ হিসাবে বেছেও নেননি অনেকেই৷ সেই ডেটিংয়ের কথাও হয়তো ভুলে গিয়েছেন৷ কিন্তু খাবার কিংবা রেস্তরাঁর কথা ভুলতে পারেননি আজও৷
আরও নিশ্চিত হতে ৩৫৭ জন মহিলাকে নিয়ে পৃথক একটি সমীক্ষা করা হয়৷ তাতেও কিন্তু উত্তর আসে প্রায় একইরকম৷ গবেষকদের দাবি, অনেক মহিলাই অকপটে স্বীকার করে নেন বন্ধু-বান্ধবীদের সঙ্গে রেস্তরাঁয় গিয়ে খাবার খাওয়া যেতেই পারে৷ সেক্ষেত্রে খরচ দিতে হবে নিজেকেই৷ কিন্তু রেস্তরাঁয় প্রথম সাক্ষাত করতে গেলে ভাল খাবার খাওয়া যাবে বিনামূল্যেই৷ তাই প্রেম প্রস্তাব পাওয়ার পর প্রথম সাক্ষাতের জন্য রেস্তরাঁকেই বেছে নিয়েছেন তরুণীরা৷
গবেষকদের দাবি মেনে চললে রেস্তরাঁয় গিয়ে খরচের আগে দু’বার ভাবুন, উলটো দিকের যে মানুষটির জন্য খরচ করছেন তিনি আদৌ মন বিনিময়ের জন্যই রেস্তরাঁয় গিয়েছেন নাকি ভাল খাবার খাওয়াই তাঁর লক্ষ্য৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.