Advertisement
Advertisement

Breaking News

Intimacy

আগের প্রজন্মের তুলনায় শরীরী চাহিদা কমছে তরুণ-তরুণীদের! চাঞ্চল্যকর দাবি সমীক্ষায়

কেন এই অনাগ্রহ?

Researche claims young people are having less intimacy than their parents did at their age। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 13, 2023 8:31 pm
  • Updated:June 13, 2023 8:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তরুণ-তরুণীরা নাকি যৌনতায় গোহারা হারছেন তাঁদের অভিভাবকের প্রজন্মের কাছে। অর্থাৎ আগের প্রজন্ম ওই বয়সে যে হারে শরীরী খেলায় মাততেন সেই তুলনায় অনেক পিছিয়ে আজকের তরুণ প্রজন্ম। এক সমীক্ষায় এমনটাই ধরা পড়ল। স্বাস্থ্য সংক্রান্ত এক ওয়েবসাইটে এই দাবি করা হয়েছে।

কী বলছেন গবেষকরা? তাঁরা জানাচ্ছেন, তরুণ প্রজন্মের মধ্যে একদিকে কমছে মদ্যপানের প্রবণতা। অন্যদিকে তাঁরা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। কিন্তু তার চেয়েও বড় কথা, কম্পিউটার গেমস ও সোশ্যাল মিডিয়ার নেশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাঁদের স্বাভাবিক যৌন জীবন। এই সমীক্ষা চালানো হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার তরুণদের নিয়ে। আর তাতেই উঠে এসেছে এমন আশ্চর্য তথ্য।

Advertisement

[আরও পড়ুন: ভোট নাকি যুদ্ধ? তীর-ধনুক হাতে মনোনয়ন জমা দিতে হাজির সিপিএম প্রার্থীরা!]

কী বলছে পরিসংখ্যান? এমনিতে কোভিড-১৯ অনেক হিসেবই উলটে দিয়েছে। লকডাউন ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের ধাক্কায় ডেটিং হয়ে গিয়েছিল কঠিন ও ঝুঁকিপূর্ণ। কিন্তু তার আগে থেকেই তরুণ প্রজন্মের মধ্যে যৌন সম্পর্কে ভাটা দেখা যাচ্ছে। ২০১১ সালে ক্যালিফোর্নিয়ার ১৮-৩০ বছর বয়সিদের মধ্যে ২২ শতাংশ জানিয়েছিলেন গত ১২ মাসে তাঁদের কারও সঙ্গে যৌন সম্পর্ক হয়নি। ২০১৯ সালে তা বেড়ে হয় ২৯ শতাংশ। ২০২১ সালে অর্থাৎ বছর দুয়েকের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ শতাংশ! ‘ইউসিএলএ-স ক্যালিফোর্নিয়া হেলথ ইন্টারভিউ সার্ভে’র এক পরিসংখ্যান এমনই দাবি করেছে।

এমন পরিসংখ্যান নিয়ে কথা বলতে গিয়ে যৌন বিশেষজ্ঞ এরিন টিলম্যান জানিয়েছেন, এই ‘সেক্সলেস ট্রেন্ডে’র ফলে অপরিকল্পিত গর্ভধারণ কিংবা যৌনরোগের সংক্রমণের হার কমিয়েছে। সেই সঙ্গে তাঁর দাবি, ”সব মিলিয়ে আমি এতে উদ্বেগের কিছু দেখছি না। কারণ, এখন কমবয়সিরা নিজেদের মধ্যে সংযোগ গড়ে তোলার অন্য পথ খুঁজে পেয়েছে।”

[আরও পড়ুন: পেলিং ঘুরে ফেরার পথে দুর্ঘটনা, গঙ্গারামপুরে মৃত্যু দুই ব্যবসায়ীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement