Advertisement
Advertisement
Relationship Tips

বিত্তশালী বা খ্যাতনামারা সঙ্গী হিসেবে কেমন? সম্পর্ক গড়ার আগে জেনে নিন

কী বলছে গবেষণা? জেনে নিন।

Pros and cons of dating an influential person
Published by: Sandipta Bhanja
  • Posted:December 15, 2024 3:08 pm
  • Updated:December 15, 2024 3:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম-যশ, খ্যাতির শীর্ষে থাকা ব্যক্তি বা মহিলাদের স্বাভাবিকভাবেই অনুরাগীর সংখ্যা অগণিত। খেলোয়ার, শিল্পপতি হোক কিংবা ফিল্মস্টার, এরা স্বাভাবিকভাবেই সমাজে ক্ষমতাশালী, কারও বা বিস্তর টাকাপয়সা রয়েছে। কেউ আবার রাজনৈতিকভাবে প্রভাবশালী। তাঁদের ঘিরে আত্মীয়স্বজন, বন্ধুমহলেও চর্চা প্রচুর। কেউ বা আবার এই ধরনের মানুষদের সঙ্গী হিসেবে পাওয়ার স্বপ্ন দেখেন। ছাদনাতলায় বসার আগে জেনে নিন সঙ্গী হিসেবে বিত্তশালী বা খ্যাতনামারা আদতে কেমন?

১) প্রচলিত ধারণা, সঙ্গী হিসেবে তাঁদের সবাই হয়তো দারুণ। কিন্তু বিত্তশালী বা খ্যাতনামা ব্যক্তিদের জীবনের ধূসর দিকও আছে। বাস্তবে তাঁরা রোমান্টিক নাও হতে পারেন। সাম্প্রতিক এক গবেষণা বলছে, ক্ষমতাশালীরা বেশিরভাগ সময় সঙ্গীর সঙ্গে প্রতারণা করেন!

Advertisement

২) রচেস্টার বিশ্ববিদ্যালয় ও ইজরায়েলের রাইকম্যান বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় জানা গিয়েছে, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা বেশিরভাগ সময়ে নিজের প্রতিপত্তি সামলাতেই ব্যস্ত থাকেন। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেও তাঁদের চিন্তার কমতি থাকে না। ফলে সঙ্গীকে নিয়ে তাঁরা খুব বেশি একটা ভাবার সময় পান না, নিজেদের আখের গোছাতেই মনোযোগ থাকে।

৩) আরেকটি বিষয়। যা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো এহেন ভোগান্তির শিকারও হয়েছেন! সেটা হল, সুপিরিওরিটি কমপ্লেক্স! এইধরণের মানুষরা যেমন আত্মবিশ্বাসী, তেমনই তাঁদের আরও জটিল করে তোলে, একথা সর্বৈব সত্য। গবেষণায় দেখা গিয়েছে, ক্ষমতাশালী ব্যক্তিরা বেশিরভাগ সময় সুপিরিওরিটি কমপ্লেক্সে ভোগেন। সঙ্গীর চেয়ে নিজেদের শ্রেয়তর মনে করেন। প্রেমিক বা প্রেমিকার কেউ একজন যদি সঙ্গীর চেয়ে নিজেদের ভালো বলে মনে করেন, কার্যত সেই সম্পর্ক বেশিদূর গড়ানো অসম্ভব।

Ways to save your relationship from Jealousy, know this Relationship Tips
ছবি: সংগৃহীত

৪) বিত্তশালী ও খ্যাতনামারা সঙ্গীর চেয়ে নিজেদের বেশি গুরুত্ব দেন। নার্সিসিস্ট সিনড্রোমও থাকে অনেকের। প্রেমিক বা প্রেমিকা হয়তো চাইছেন, নিজেদের মতো করে সময়টা কাটাতে। তবে সেইসময়ে এই ধরনের সঙ্গীর হয়তো পূর্বনির্ধারিত কোনও মিটিং আছে। গবেষণা বলছে, এসব ক্ষেত্রে সঙ্গীর চেয়ে নিজের কাজকেই বেশি প্রাধান্য দেন বিখ্যাত মানুষেরা। যে কাজ চাইলে পরেও করা যায়, এঁরা তা করেন না। স্বাভাবিকভাবেই সঙ্গীরা বঞ্চিত হন। তবে একটু বুদ্ধি খরচ করলেই পেশা এবং সম্পর্ক দুই জীবনের মধ্যেই ভারসাম্য রক্ষা করা যায়।

৫) এই গবেষণার প্রধান লেখক মনোবিদ গারিট বিরনবামের কথায়, রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষমতার এই প্রভাব সম্পর্কের তাল-লয় ছন্দ কেটে দেয়। আর এভাবে একটি সম্পর্ক মাঝপথেই খেই হারিয়ে ফেলে। প্রভাবশালীরা বেশিরভাগ সময়ে ছক কষে চলা পছন্দ করেন।

তবে শেষপাতে এও জেনে রাখুন যে গবেষকেরা কিন্তু সতর্ক করে বলেছেন, এই গবেষণার ফল সবার ক্ষেত্রে মিলতে নাও হতে পারে। তাই এখনই এমন উপসংহার টানা উচিত নয় যে বিখ্যাত মানুষেরা সঙ্গী হিসেবে ভালো নন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যে এদের সঙ্গে সঙ্গীর মারাত্মক মনোমালিন্য লেগে থাকে, তা প্রমাণিত।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement