Advertisement
Advertisement

OMG! প্রকাশ্যে যৌনতায় লিপ্ত হওয়াও বৈধ এই দেশে!

অবাক কাণ্ড!

New law allows Mexicans to have sex on street
Published by: Tanujit Das
  • Posted:September 3, 2018 7:02 pm
  • Updated:September 3, 2018 9:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌনতা নিয়ে নানাধরনের ফ্যান্টাসি থাকে যুগলদের মধ্যে৷ ভিন্ন ভিন্ন স্থানে সঙ্গমের স্বাদ পেতে চান অনেকে৷ কারও ইচ্ছা থাকে সমুদ্রের তীরে যৌনতা উপভোগ করা তো কেউ চান গাড়িতে৷ আবার অনেকে মনে মনে ভাবেন রাস্তার মধ্যে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে৷ সে ইচ্ছে সকলের পূর্ণ না হলেও একটি দেশের বাসিন্দারা কিন্তু সে সুযোগও পান৷ যৌন ফ্যান্টারি মেটানো যায় প্রকাশ্য রাস্তাতেও৷ হ্যাঁ, এক্কেবারে ঠিক পড়েছেন৷ দেশটির নাম মেক্সিকো৷

[জানেন সঙ্গমকালে কোন শব্দ পার্টনারের উত্তেজনা বাড়িয়ে তোলে?]

Advertisement

সম্প্রতি একটি বিদেশি ইংরাজি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত একটি খবর৷ সেখানে বলা হয়েছে, রাস্তার মধ্যে যৌন সম্পর্কে লিপ্ত হওয়াকে আর আইনত দণ্ডণীয় অপরাধ বলে মনে করে না মেক্সিকো৷ সর্বসমক্ষে পথেই নির্দ্বিধায় যৌনতা উপভোগ করতে পারবেন যুগল৷ জানা গিয়েছে পরিবর্তন ঘটানো হয়েছে সিটি কাউন্সিল রেগুলেশন অ্যাক্টে৷ সেখানে যুক্ত করা হয়েছে এই নয়া বিধি৷ পাশাপাশি প্রশাসনের জন্যও লিপিবদ্ধ করা হয়েছে কয়েকটি নির্দেশ৷ বলা হয়েছে, কোনও যুগলকে রাস্তায় সর্বসমক্ষে যৌনতায় উন্মত্ত হতে দেখলে আর গ্রেপ্তার করতে পারবে না পুলিশ৷ তবে শর্তও রয়েছে৷ বলা হয়েছে, যদি ওই সঙ্গমের বিষয়ে কেউ অভিযোগ করে, সেক্ষেত্রে তা আইনত দণ্ডণীয় অপরাধ বলে গণ্য হবে৷

[পর্ন ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না, মিলনের সময় বেছে নিন সঠিক পজিশন]

আইনে বিশেষ করে উল্লেখ করা হয়েছে, এই আইন কখনওই প্রকাশ্যে ধর্ষণ করাকে মান্যতা দেয় না৷ কেবল যুগলের প্রেমের সম্পর্ক থাকলেই এই আইন প্রযোজ্য হবে৷ এই নয়া আইনকে স্বাগত জানিয়েছেন মেক্সিকোর যুব সমাজ৷ তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তাঁদের পুলিশি জুলুমের মুখোমুখি হতে হয়৷ রাস্তায় দাঁড়িয়ে চুম্বন করলেও তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়৷ টাকার বিনিময়ে মামলা থেকে রেহাই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় পুলিশ৷ এই আইনের পর পুলিশের জুলুমবাজি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement