সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেলের সঙ্গে রাত কাটানোর স্বপ্ন ছিল তাঁর বহুদিনের। আর সেই স্বপ্নপূরণের দিন যৌনতায় নতুনত্বের ছোঁয়া চেয়েছিলেন। একটু ভিন্ন কৌশলে শরীরী খেলায় মেতে ওঠার চেষ্টা করেছিলেন। আর তার ফল যা হল, তা স্বপ্নেও কল্পনা করেননি কেউ।
বিষয়টা একটু খোলসা করা যাক। পঞ্চান্ন বছর বয়সি মাইকেল ডেল সোশাল মিডিয়ার মারফৎ মডেল মাইকেলা ব্রাশায়ে রাইলার্সড্যামের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেন। মডেলের সঙ্গে উদ্দাম যৌনতায় মেতে ওঠার প্রস্তাব দেন ওই ব্যক্তি। তাতে না করেননি মডেল। মাইকেলের বাড়িতেই শরীরী খেলায় মেতে ওঠার পরিকল্পনা করেন।
তবে নাকি ওই মডেলকে এক রাতের যৌন চাহিদা তৃপ্ত করতে গিয়ে মাইকেলের বেশ কয়েকটি অনুরোধ রাখতে হয়। মাইকেল নাকি চেয়েছিলেন মমির সেজে যৌনতায় মাততে। তবে তাতে পুরোপুরি রাজি হননি মডেল। তাই একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর মাথা পেঁচিয়ে যৌনতায় মেতে ওঠার প্রস্তাব দেন মাইকেল। যেমন ভাবনা, তেমন কাজ। নিজের মাথা প্লাস্টিক ব্যাগবন্দি করেও ফেলেন। মিনিট আটেক এভাবে একে অপরের সঙ্গে শরীরী খেলায় মেতেও ওঠেন। কিন্তু চরম মুহূর্তে সব শেষ। পরদিন নিজের বাড়িতেই ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।
প্রায় বছর দুয়েক আগের এই এক রাতের যৌনতার বিনিময়ে ওই ব্যক্তির কাছ থেকে মডেল ভারতীয় মুদ্রায় ৯ লক্ষ ৫৭ হাজার ৬৫৬ টাকা পান। দ্য সান দিয়েগো ইউনিয়ন ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে এই ঘটনার চার্জগঠন হয়। তারপরই খুনের দায়ে গ্রেপ্তার হন ওই মডেল। পুলিশের তরফে আদালতে ওই এক রাতের যৌনতার একটি ভিডিও পেশ করা হয়। যাতে দেখা যায়, মাইকেল একটি প্লাস্টিক ব্যাগবন্দি। তাঁর পায়ে একটি মহিলাদের বুট আঠা দিয়ে আটকানো রয়েছে। তবে ওই ব্যক্তির অনুরোধে মডেল এই কাজ করেছেন, তা মোটের উপর স্পষ্ট। ওই মডেলের আইনজীবীও দাবি করেন, তাঁর মক্কেল ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তিকে খুন করেননি। ভিন্ন কৌশলে উদ্দাম যৌনতায় মেতে ওঠার প্রবণতায় প্রৌঢ়ের জীবনে বিপদ ঘনিয়ে আসে। শেষমেশ প্রাণ দিয়ে তার মূল্য চোকাতে হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.