Advertisement
Advertisement
physical intimacy

এই ৫ পরিস্থিতিতে ভুলেও যৌনতা নয়, হতে পারে মহাবিপদ!

৩ নম্বর পয়েন্টটা অবশ্যই মাথায় রাখুন।

Mind these 5 points before physical intimacy| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 10, 2023 7:01 pm
  • Updated:April 10, 2023 8:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইচ্ছে হলেই কী সঙ্গমে মগ্ন হবেন? একেবারেই নয়। কারণ, যৌনতায় লিপ্ত হওয়ার বেশ কয়েকটা সঠিক সময় রয়েছে। যা মেনে না চললে, সুখ তো দূরে কথা, সমস্যা বাড়তে পারে। হ্যাঁ, এমনটাই বলছেন বিষেষজ্ঞরা।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। বিশেষজ্ঞদের কথায়, অনেকেই উত্তেজনার বশে, ভাবনা-চিন্তা না করেই যৌনতায় লিপ্ত হয়ে ওঠেন। কিন্তু সব সময় যে এটা করা উচিত নয়, তা মাথাতেই রাখেন না। বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু সময় আছে যখন সঙ্গমে বিরতি দিতে হয়। কিন্তু অনেকেই সেটাকে খুব একটা পাত্তা দেন না। বিশেষজ্ঞরা এমনই কিছু টিপস দিলেন।

Advertisement

১) অনেকেই হাইজিন মেনে চলতে ওয়্যাক্স করেন গোপন অঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়্যাক্স করার পর পরই সঙ্গমে লিপ্ত হবেন না। এতে ত্বকের ক্ষতি হতে পারে। বরং অন্তত একদিন সঙ্গম থেকে বিরত থাকুন।

 

Four arrested for making video of couple in hotel room and trying to extort money
২) বাচ্চা হওয়ার পর পরই আপনার সঙ্গীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হবেন না। এতে সঙ্গীর শারীরিক সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে বাচ্চা হওয়ার অন্তত এক থেকে দু’মাস পরে যৌনতায় লিপ্ত হওয়া ভাল।

[আরও পড়ুন: নতুন ছবির নায়ক চাই, শহরে শহরে ঘুরছেন পর্ন তারকা! ]

৩) অনেকের মধ্যেই মূত্রনালীর সংক্রমণের সমস্যা দেখা দেয়। এই সময়টা সেক্স থেকে দূরে থাকুন। কেননা, এই সময় যৌনতায় লিপ্ত হলে সমস্যা আরও বাড়তে পারে। বড়সড় বিপদ হতে পারে। তাই সংক্রমণ কমলেই যৌনতায় মেতে উঠুন।

Love

৪) অনেকেই অন্তঃসত্ত্বা থাকাকালীন সময় যৌনতায় লিপ্ত হয়। এতে কোনও ভুল নেই। তবে একটু সতর্ক থাকতে হবে। এই সময় যৌনতার মধ্যে দিয়ে STD যেন না হয়। অর্থাৎ কোনও যৌনরোগের যেন উৎপাত না বাড়ে। তাই ডাক্তারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিন।

৫) প্রোটেকশন নিয়েই যৌনতায় লিপ্ত হওয়া উচিত। এক্ষেত্রে কন্ডোমের কোনও বিকল্প নেই। কন্ডোম ব্যবহারের ফলে অবাঞ্ছিত প্রেগন্যান্সি আটকানো সম্ভব হয়। এমনকী, যৌনরোগ থেকে নিজেকে দূরে রাখা যায়। তাই অবশ্যই প্রোটেকশন নিয়েই সেক্স করুন।

[আরও পড়ুন: সহকর্মীকে নিয়ে ঘন ঘন যৌনস্বপ্ন দেখছেন, বিয়ের তিন বছর পরে জানালেন মহিলা! ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement