Advertisement
Advertisement

Breaking News

Masterdating

‘একা মানেই বোকা’ নয়, নিজের সঙ্গে সময় কাটান ‘মাস্টার ডেটিং’-এ, জেনে নিন ভাল থাকার মন্ত্র

সঙ্গীহীন হওয়া মানেই অসহায় হওয়া নয়, বলছেন বিশেষজ্ঞরা।

'Masterdating' is the way to love yourself। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 25, 2023 5:52 pm
  • Updated:August 25, 2023 5:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমি দুঃখকে সুখ ভেবে সইতে পারি, যদি তুমি পাশে থাকো…” হিট বাংলা গানের এই লাইন শুনলে মনে একটা প্রশ্ন জাগতেই পারে। যাঁদের জীবনে সেই সঙ্গী নেই, তাঁরা কী করবেন? দিনের শেষে কার সঙ্গে কার সঙ্গে ভাগ করে নেবেন মনের কথা? দাঁতে দাঁত চেপে কীভাবে মোকাবিলা করবেন জীবনের প্রতিকূল মুহূর্তের ? এর উত্তর খুঁজতে হলে যেতে হবে আয়নার সামনে। হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তর রয়েছে নিজের কাছেই। যা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নয়া ট্রেন্ড। যার নাম ‘মাস্টার ডেটিং’। ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক।  

[আরও পড়ুন: আপনার প্রেমিক একাধিক প্রেমে মত্ত? ওপেন রিলেশনশিপ চাইছে না তো? পড়ুন বিশেষজ্ঞর মত]

প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ডেটে যান। আবার অচেনা মানুষকে চিনতে, জানতে ব্লাইন্ড ডেটেও যান কেউ কেউ। এবার এই তালিকায় নতুন সংযোজন ‘মাস্টার ডেটিং’। যেখানে অন্য কেউ নয়, নিজের সঙ্গেই সময় কাটানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। এমন অনেকেই আছেন যাঁরা সম্পর্কে থেকেও একাকীত্বে ভোগেন। কিন্তু হতাশায় না ডুবে খুঁজে বার করতে হবে নিজেকে ভাল রাখার উপায়। একটা কথা আছে, ‘একা মানেই বোকা’। এর ঠিক উলটোটাই ভাবতে শেখায় ‘মাস্টার ডেটিং’। অন্য কারও উপরে নির্ভর না করে, নিজের কাঁধে হাত রেখেই জীবনসাগরে এগিয়ে চলার বার্তা দেয়। এই সোশ্যাল মিডিয়ার যুগে, মানুষ যত ভারচুয়াল জীবনে জড়িয়ে পড়ছে, ততই সে সামাজিক ভাবে বন্ধুহীন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সম্প্রতি নিজেকে বিয়ে করার পথেও হেঁটেছেন অনেকেই। অতটা না করলেও নিজেকে নতুন করে ভালবাসতে পারলেই কেল্লা ফতে। কেটে যাবে বিষাদ। এমনটাই ট্রেন্ডিং হতে দেখা গিয়েছে। 

Advertisement

আপনি সম্পর্কে থাকুন বা না থাকুন সপ্তাহে অন্তত একদিন ‘মাস্টার ডেটে’ যাওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। যেখানে আপনি নিজের কোনও পছন্দের জায়গায় একাই ঘুরতে যেতে পারেন, পছন্দের খাবার খেতে পারেন, নিজেকে কোনও গিফট দিতে পারেন। করতে পারেন আরও অন্য কিছুও, যেটা করতে আপনি সবচেয়ে বেশি ভালবাসেন। এইভাবেই নিজের সঙ্গে সময় কাটাতে শুরু করলে নিজেকে আরও ভালভাবে চেনা যাবে। মিলবে জীবনের অমসৃণ সড়কে অনায়াসে হেঁটে যাওয়ার বীজমন্ত্র। 

[আরও পড়ুন: সকলেই বন্ধু নন! কীভাবে বুঝবেন আপনার আসল বন্ধু কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement