Advertisement
Advertisement

Breaking News

Teacher

যুবতী শিক্ষিকার যৌন লালসার শিকার নাবালক ছাত্র, গাড়ির ব্যাকসিটেই সঙ্গম!

জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষিকা জানিয়েছেন, একবার নয়, পাঁচবার তাঁরা অসুরক্ষিত যৌন সংসর্গে লিপ্ত হয়েছেন।

Married US teacher caught allegedly assaulting Student In Car, Arrested
Published by: Biswadip Dey
  • Posted:April 14, 2024 1:24 pm
  • Updated:April 14, 2024 1:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নাবালক পড়ুয়াকে যৌন নিগ্রহের (Assault) অভিযোগে আমেরিকায় গ্রেপ্তার হলেন ৩৭ বছরের এক ইংরেজি শিক্ষিকা। নিউ জার্সিতে একটি গাড়ির ভিতরে তাঁদের দুজনকে নগ্ন অবস্থায় আবিষ্কার করেন সেখানকার মাছ ও বন্যপ্রাণ ইনস্পেক্টর। ইতিমধ্যেই ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তাঁর নামও সরিয়ে দেওয়া হয়েছে স্কুলের ওয়েবসাইট থেকে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

ধৃত মহিলার নাম জেসিকা সাউইকি। তিনি বিবাহিত। অভিযোগ, ৬ হাজার ৩৯৩ একরের এক সংরক্ষণ অঞ্চলের মধ্যে তিনি তাঁর পড়ুয়াকে নিয়ে গিয়েছিলেন। সেখানে গাড়ির ব্যাকসিটে তাঁরা সঙ্গম করেন বলে পুলিশ জানিয়েছে। ওই পড়ুয়ার বয়স এখনও ১৮ হয়নি বলেই জানা গিয়েছে। তবে তার বয়স অন্তত ১৬ বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: সৌদির জেলে ১৮ বছর বন্দি, মৃত্যুদণ্ড এড়াতে প্রয়োজন ৩৪ কোটি! জোগাড় করল কেরলবাসী]

তদন্তের মুখে অভিযুক্ত শিক্ষিকা জানিয়েছেন, তিনি তাঁর কিশোর পড়ুয়ার সঙ্গে অন্তত পাঁচবার অসুরক্ষিত যৌন সঙ্গম করেছেন। তাঁর বিরুদ্ধে এক নাবালকের সুরক্ষাকে বিপণ্ণ করার অভিযোগ আনা হয়েছে। তাঁকে গত সোমবার থেকে হেফাজতে রাখা হয়েছে। আগামী সপ্তাহে তাঁর মামলার শুনানি হতে পারে। এদিকে স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছে, ওই শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে। তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে। তদন্তে পূর্ণ সমর্থন করার আশ্বাসও দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ভিনদেশে কাজে গিয়ে মৃত্যু বাংলার শ্রমিকের, দেহ বাড়ি ফেরানো নিয়ে চরম সংকটে পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement